বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯

যে সভ্যতা নারীকে পণ্য বানিয়েছে, সে সভ্যতা নারীর মুক্তি দিতে পারবে না।

একটি সমাজের অর্ধেক জনশক্তিই হচ্ছে নারী। সেই অর্ধেক জনশক্তিকে বাদ দিয়ে একটি জাতি কখনোই প্রগতিশীল হতে পারে না। অথচ আমাদের সমাজে আজও নারীদেরকে নানা ফতোয়ার বেড়াজালে আবদ্ধ রেখে বিকলাঙ্গ করে রাখা হচ্ছে। অন্যদিকে এটাও প্রমাণিত, আজকের এই পশ্চিমা সাম্রাজ্যবাদী দাজ্জালীয় সভ্যতা ও তাদের প্রযুক্তির উন্নয়ন মানুষকে শান্তি ও নিরাপত্তা দিতে পারেনি। তারা নারীর মুক্তির নামে শিক্ষা দিয়েছে বেহায়াপনা। একদিকে ধর্মের অপব্যখ্যা দিয়ে নারীদের অধিকার ভূলণ্ঠিত করা হয়েছে, অন্যদিকে নারীর অধিকার রক্ষার নামে চর্চা হয়েছে অশ্লীলতার। অর্থাৎ ভারসাম্য নষ্ট হয়েছে। ইসলাম কখনোই নারী-পুরুষের বৈষম্য করে না। সমাজের সকল ক্ষেত্রেই নারীর প্রাপ্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করা হয়েছে। রসূলের জীবনী পর্যালোচনা করলেই তা প্রতিয়মান হয়। আরবের জাহেলিয়াতের সেই অবলা নারীদেরকে তিনি কিভাবে এক একজন বীরঙ্গনা যোদ্ধা বানালেন তা এক বিষ্ময়কর ইতিহাস। নারীদের জ্ঞান আছে, প্রজ্ঞা আছে, সামাজিক সকল কাজে অংশগ্রহণ করার যোগ্যতা আছে। তারা যদি ফতোয়ার বেড়াজাল ছিন্ন করে সকল অন্যায়েরা বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়, তবেই রচিত হবে একটি সভ্য সমাজ।
Women are the half of the population of a society. A nation can never progress neglecting these vast population power. However, the matter of sorrow is that in our society, women are still being handicapped through locking in barrage of fatwas. On the other hand, it is also proved that present western materialistic civilization and the developments of their technology could not ensure peace and security. They teach boldness to women in the name of liberation. . In one side, the rights of women have been violated by the abuses of religion; on the other side, nudity has been practiced in the name of protecting women's rights. That’s why the balance has been lost. . Islam never discriminates between men and women. In all stages of social activities, Islam has established the rights and dignity of women. One can acquire a complete knowledge about it by studing the life of prophet Muhammad (Sm.). . It is a phenomenal history how the messenger of Allah (pbuh) had converted that ignorant peoples of Ayhame Jaheiliyat (the dark era) into heroic warriors. The women has knowledge, wisdom, and ability to participate all the social activities. . If they can break the barrage of fatwas and unite against all kind of injustice, then a civilized civilization could form easily.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

যে সভ্যতা নারীকে পণ্য বানিয়েছে, সে সভ্যতা নারীর মুক্তি দিতে পারবে না।

একটি সমাজের অর্ধেক জনশক্তিই হচ্ছে নারী। সেই অর্ধেক জনশক্তিকে বাদ দিয়ে একটি জাতি কখনোই প্রগতিশীল হতে পারে না। অথচ আমাদের সমাজে আজও নারীদেরক...