বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯

কারা হেযবুত তওহীদের বিরুদ্ধে মিথ্যাচার করে, কেন করে? The propagandists against Hezbut Tawheed.

বর্তমানে যারা ধর্মের নামে স্বার্থ উদ্ধার করছে, অপরাজনীতি করছে, বিভিন্ন ধরনের জাতিবিনাশী কর্মকান্ড করছে তারা এখন হেযবুত তওহীদের বিরুদ্ধেও বিভিন্ন ধরনের অপপ্রচার করছে, ফতোয়া দিচ্ছে, হুমকি দিচ্ছে। ফলে সাধারণ মানুষের মনে আমাদের সম্পর্কে বিরুপ ধারণা, বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের অধিকার রয়েছে ইসলামের কথা বলার। আমরা চাই এই স্বার্থান্বেষী, কুপমন্ডুক ধর্মব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের মাননীয় সরকার যেন যথাযথ ব্যবস্থা নেন। Now those who are securing own interests in the name of religion, defrauding, doing various forms of caste activities, are now spreading various kinds of propaganda, issuing fatwas (Islamic laws or opinions) and delivering statements as a threat against Hezbut Tawheed. As a result, the mass is getting bad ideas about us. As a citizen, each we have the right to speak about Islam. We are requesting to the government to take proper actions against these sef-centered, hypocrite, religion mongers

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

যে সভ্যতা নারীকে পণ্য বানিয়েছে, সে সভ্যতা নারীর মুক্তি দিতে পারবে না।

একটি সমাজের অর্ধেক জনশক্তিই হচ্ছে নারী। সেই অর্ধেক জনশক্তিকে বাদ দিয়ে একটি জাতি কখনোই প্রগতিশীল হতে পারে না। অথচ আমাদের সমাজে আজও নারীদেরক...