বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯

হেযবুত তওহীদের মূল বক্তব্য। The key speech of Hezbut Tawheed.

মানুষ আল্লাহর খলীফা অর্থাৎ প্রতিনিধি। মানুষকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন তাঁর খেলাফত করার জন্য (সূরা বাকারা: ৩০)। মানুষ কিভাবে জীবনবিধান পরিচালনা করবে তার জন্য দুটি পথ খোলা আছে। একটি হচ্ছে হেদায়াহ অর্থাৎ আল্লাহর পথ, অন্যটি হচ্ছে দালালাহ তথা ইবলিশ বা শয়তান সৃষ্ট পথ। মানুষ যাতে পৃথিবীতে শান্তি ও পারলৌকিক জান্নাত লাভ করতে পারে সে জন্যই হেদায়াহ তথা সহজ সরল পথ বা সেরাতুল মুস্তাকিমে থাকার নির্দেশ দিয়েছেন। এই নির্দেশনা দিয়েই যুগে যুগে বহু নবী রসুল প্রেরণ করেছেন। তাঁরা শুধু একটি কথার উপরই জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করে গেছেন- যেখানে আল্লাহর কোন হুকুম আছে সেখানে অন্য কারো হুকুম না মানা। এটাই তওহীদ ‘লা ইলাহা ইল্লাল্লাহ’। এটাই আল্লাহর সহজ সরল জীবন বিধান এবং পৃথিবী ও জান্নাত লাভের পূর্বশর্ত। কিন্তু নির্মম বাস্তবতা হল বর্তমান জাতি তাদের জীবন পরিচালনার ক্ষেত্রে সামগ্রিকভাবে আল্লাহর হুকুম প্রত্যাখ্যান করে মনুষ্য তৈরি জীবন বিধান অনুসরণ করছে। যার ফল দুনিয়াজোড়া এই অন্যায়, অবিচার, নির্মমতা এককথায় অশান্তি। হেযবুত তওহীদ এই জাতিকে পুনরায় নবী রসুলদের দেখানো পথ অর্থাৎ তওহীদের দিকে আহ্বান করছে। হেযবুত তওহীদ বলছে, হে মানুষ! তোমরা সকল মত, দল, ভেদাভেদ ভুলে একটি কথার উপর ঐক্যবদ্ধ হও, যেখানে আল্লাহর হুকুম আছে সেখানে অন্য কারো হুকুম মানবো না। তবেই তোমরা শান্তি পাবে, জান্নাত পাবে। Human being are the vicegerent of Allah. Allah has sent people to earth to represent him, to obey him (Quran 2:30). There are two paths are open in front of us, one of them is `Hedayah’ means the path of Allah. Another one is `Dalalah means the path of Satan. Allah has commanded us to follow his path that is easy and straight so that we can live in peace and gain Jannah. With this instruction, Allah has sent many prophet. Every one of him invited the nation to unite on one word that there is no commander expect Allah. That is `La Ilaha Illallah,’ that is the easy and straight way of life. That is the precondition of gaining peace in this life and afterlife. However, the brutal reality is that this nation has rejected the laws of Allah and accepted the man made laws. We are seeing the end result of it is injustice, cruelty, turmoil that’s are going all over the world. Hezbut Tawheed is calling the whole nation to back to Tawheed that is shown by the prophets. Hezbut Tawheed is preaching, O humankind! All of you leave all kinds of parties, discrimination and unite them by one word- where there is any commands of Allah, rejects others. Only then, you will find peace and paradise.

আমার আর্জি। My prayer.

“হে আল্লাহ, আমরা সাধারণ গুনাহগার মানুষ একত্রিত হয়েছি তোমরা সত্যদ্বীনের কথা বলার জন্য, শোনার জন্য। আমাদের যদি কোন ভুল হয়ে থাকে তুমি ক্ষমা করে দিও। আমরা চেষ্টা করেছি তোমার দ্বীনের উদ্দেশ্য বলার জন্য, আকিদা বুঝানোর জন্য, ইসলামের উদ্দেশ্য বলার জন্য। হে আল্লাহ! আমি তো কারো মনের খবর জানি না; তোমার কাছে শুধু একটাই ফরিয়াদ, তুমি আমাদেরকে মো’মেন হওয়ার তওফিক দান কর। আমরা একটি দাজ্জালীয় অপশক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছি। তুমি ছাড়া আমাদের সাহায্য করার আর কেউ নেই। তোমাকে ছাড়া যাতে অন্য কাউকে ভয় করতে না পারি, আত্মায় সে শক্তি দাও। আমরা যেন মানবাধিকার, সাম্য, ঐক্য, শান্তি প্রতিষ্ঠা করতে পারি, সর্বপরি দীন প্রতিষ্ঠার সংগ্রামে শহিদ হতে পারি সেই তওফিক দান কর।”

“O Allah the Great and Merciful, we are ordinary human beings, sinners and have come together to learn and discuss about your true Deen, system, religion. If we did any mistakes please shower your forgiveness upon us. We have tried to explain the purpose of true Islam, gave explanations on Aqidah (comprehensive concept of Islam), described the true way to lead the life. Oh Great and Almighty! I do not know the inner concept of everyone but I would like to express and request you to grant us as a Mo'men, righteous. We unitedly stand against present materialistic civilization 'Dajjal'. You already know that none to be helped except you on this matter. Enrich and enlighten our soul by bestowing the strength so that we could establish humanity, peace, justice and unity throughout the world and finally grant our wishes to become martyrs for the struggle to establish your peaceful and rightful Deen, the true system.

সময় বলবে শেষ পর্যন্ত কার পিঠে চামড়া থাকে ।। Time will tell the rest

একটি স্বাধীন, সার্বভৌম রাষ্ট্রে বাস করে একটি সত্যনিষ্ঠ, ন্যায়নিষ্ঠ আন্দোলনকে হুমকি দেওয়া দেশের প্রচলিত আইন ও আল্লাহর দ্বীনের শরীয়াতেও নিষিদ্ধ। অথচ মুফতি ফয়জুল করিম নামক জনৈক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘হেযবুত তওহীদ’ আন্দোলনকে এই বলে হুমকি দিয়েছে যে- ‘হেযবুত তওহীদকে যেখানে পাবে পিটিয়ে পিঠের চামড়া তুলে নিবে।’ হেযবুত তওহীদের বিরুদ্ধে এই ধরণের হুমকি কিংবা হিংস্রতা ছড়ানো নতুন কিছু নয়। ধর্মব্যবসায়ী একটি গোষ্ঠী দীর্ঘদিন থেকেই এই আন্দোলনের বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়ে আসছে। এছাড়াও অতীতে এই গোষ্ঠীটি সাম্প্রদায়িক বিদ্বেষ ও ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে বহু জাতিবিনাশী কর্মকান্ড ঘটিয়েছে। তাদের লেবাস, জনসংখ্যার অহংকার রয়েছে বলে দেশের আইনকেও তোয়াক্কা করছে না। তাদের বোঝা উচিত আল্লাহর সাহায্য না পেলে, জাতিকে ঐক্যবদ্ধ করতে না পারলে পিঠের চামড়া কেবল আমাদেরই নয়, কারোই থাকবে না। Threatening a sincere and upright movement by living in an independent and sovereign country, is prohibited both in the common laws of the country and the Shariah of Islam. However, a man named Mufti Faizul Karim has threatened the ‘Hezbut Tawheed’ movement through social media saying that he will beat up the skins of Hezbut Tawheed’s members wherever he will find them. This kind of threat or violence against the Hezbut Tawheed is not new. A group of religion mongers has been spreading propaganda against this movement for a long time. In the past many devastating activities were occurred by this group creating communal hatred and religious craze. They do not care about the laws of the country because of their pride, attire and popularity among the population. They should understand that without gaining help form Allah no one can unite the nation, and not only our skins but also everyone’s will be gone.

সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯

আত্মরক্ষার অধিকার আমাদের রয়েছে। We have the right to self-defense.

হেযবুত তওহীদ মানবতার কল্যাণে নিবেদিত একটি আন্দোলন। হেযবুত তওহীদ ন্যায় ও অশান্তিতে নিমজ্জিত এই জাতিকে মুক্তির পথ দেখাচ্ছে, সেই পথে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করছে। এই লক্ষ্যেই আমাদের হাজার হাজার ভাই বোন আন্দোলনটির প্রতিষ্ঠাকাল থেকে আজ পর্যন্ত নিজেদের জীবন ও সম্পদ উৎসর্গ করে সারা দেশব্যাপী নিরলস শ্রম দিয়ে যাচ্ছে। এই দীর্ঘ যাত্রায় হেযবুত তওহীদ আজ পর্যন্ত দেশের প্রচলিত একটি আইনও অমান্য করেনি। এটা শুধুমাত্র আমাদের মুখের কথা নয়, সরকারের বহু উচ্চ পর্যায়ের গোয়েন্দা সংস্থাও হাজার চেষ্টা করে আমাদের কোন অন্যায় পায়নি। এমন দৃষ্টান্ত অন্য কেউ দিতে পারবে না। তবে আইন মান্য করা আমাদের দুর্বলতা নয়। কেউ যদি আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করে, আমাদের ভাই-বোনের উপর অন্যায়ভাবে যুলুম-অত্যাচার করে, তবে তাদের বিরুদ্ধে যেকোন ধরণের ব্যবস্থা নেয়ার অধিকার আমাদের রয়েছে। Hezbut Tawheed is a movement dedicated to the welfare of humanity. Hezbut Tawheed is presenting this nation the way of salvation, which is totally drowned into injustice and turmoil, and calling the nation to unite in that way. For this purpose, thousands of our brothers and sisters has giving relentless labor all over the country, dedicating their lives and resources to the movement since its inception. During this long journey, Hezbut Tawheed has not disobeyed even a single common law of the country. It is not only our word of mouth; many top-level intelligence agencies of the government has done no wrong of us despite many efforts. No one else can give such an example. However, obeying the law is not our weakness. If anyone spread propaganda against us, tortures our brothers and sisters unfairly, we have the right to take any action against them.

গীরিশচন্দ্র সেন কি কম জানতেন । Did Girish Chandra Sen knew any less?

একটি আলোচনা সভা অনুষ্ঠানে একজন প্রশ্ন করলেন, “গীরিশচন্দ্র সেন কি কম জানতেন?” তিনি এই প্রশ্নের মাধ্যমে ঠিক কি বোঝাতে চেয়েছেন তা তিনিই ভালো বলতে পারবেন। কিন্তু একটা স্বীকারোক্তি অন্তত তার বক্তব্যে ওঠে এসেছে। সেটা হলো, উঁচু স্তরের পণ্ডিত তথা জ্ঞানী বা আলেম (আলেম অর্থ জ্ঞানী) হতে হলে মাদ্রাসায় পড়া অপরিহার্য নয়। তাহলে এই কথাটা আমাকে কেন বারবার শুনতে হয়, “আপনি কোন্ মাদ্রাসায় পড়েছেন?গীরিশচন্দ্র সেন তো কোনো মাদ্রাসায় পড়ে এত পাণ্ডিত্য অর্জন করেন নি, তাহলে সেই আলেম সাহেবদের এত পাণ্ডিত্যের অহংকার কোথা থেকে আসে, যেখানে তারা তাদের এলেম অর্থাৎ জ্ঞানকে ব্যবসার পুঁজি হিসেবে ব্যবহার করছে? আমাদের সমাজে একটি বদ্ধমূল ধারণা প্রচলিত রয়েছে যে, মাদ্রাসায় না পড়লে কেউ আলেম হতে পারবে না। কিন্তু আদতে তা নয়। যে শিক্ষা ও জ্ঞান মানবতার কল্যাণে নিয়োজিত হয় না, সেটি প্রকৃত জ্ঞান নয়। সে জ্ঞান বিষাক্ত। জ্ঞানকে পুঁজি করে আমাদের পণ্ডিত ও আলেমরা ব্যবসা করে খাচ্ছে, যার কারণে আমাদের সমাজে এত এত আলেম, মুফতি, ,মুহাদ্দিস থাকা সত্বেও তারা মুসলিম জাতিকে সাম্রাজ্যবাদীদের থাবা থেকে রক্ষা করতে পারছে না। প্রকৃত জ্ঞানী তারাই, যারা মোমেন। মোমেনরা জাতির জন্য, মানবতার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করতে প্রস্তুত থাকে। আজ আমাদের সমাজেরও মোমেনের দরকার, তাহলেই জাতি বাঁচবে, মানবতা বাঁচবে। At an outdoor program, someone talked about Girish Chandra Sen. His question was, "did Girish Chandra Sen knew any less?" Not sure, what the questioner intended to tell. However, one confession came from his tongue. That is, it is not necessary to attend a madrasa if you want to become high scholars. So why do I have to hear this word again again that, "Which madrassa have you attended?" Girish Chandra Sen has not achieved such scholarship from any madrasa, so where does the arrogance of these so-called scholars come from? A preconception has established in our society that, only madrasa-educated persons are scholars, no others can be scholars. However, it is wrong. The education and knowledge, which do not come to any good to the humanity, is not true knowledge, that knowledge is poisonous. The knowledge by which the so-called scholars are using for their own interest and doing business in the name of religion is not true knowledge at all. That is why even after having so many Mufti, Muhaddis, Peer, Masayekh, not an inch of land of Muslims can be saved from enemies. True scholars are those who are Momens and Momens do not live for himself, they sacrifice everything for others and the whole humanity. Today, Muslims needs to become Momens and only then, we would be able to save our lands, save our nation, and save the whole humankind.

জঙ্গিবাদের সাথে ইসলামের সম্পর্ক নেই। Islam does not have any relation with militancy.

বর্তমানে সাম্রাজ্যবাদী পরাশক্তিধরদের প্রধান টার্গেট হচ্ছে ইসলাম। ইতোমধ্যেই ইরাক, সিরিয়া, লেবাননসহ বহু মুসলিমরাষ্ট্রকে তারা মৃত্যকূপে পরিণত করেছে, যার বলি হয়েছে কোটি কোটি মুসলমান। ইসলাম থেকে কথনোই জঙ্গিবাদের উৎপত্তি হয়নি, হয়েছে সাম্রাজ্যবাদীদের থেকেই। দুই পরাশক্তিধর রাষ্ট্র রাশিয়া ও আমেরিকা তাদের সামরিক শক্তি প্রদর্শনের জন্য সিরিয়ার ভূমি ব্যবহার করে আসছে, যে সিরিয়া এখন যুদ্ধে লীলাভূমি। তারা মধ্যপ্রাচ্যসহ মুসলিম দেশগুলোতে এক জাতিবিনাশী ধর্মব্যবসায়ীশ্রেণী তৈরি করল, যারা জনগণের ধর্মীয় চেতনাকে কাজে লাগিয়ে ইসলামের ভুল ব্যখ্যা দিতে থাকে। ফলে ইসলামের সঠিক আদর্শ না জানার কারণে লক্ষ লক্ষ জনগণ জেহাদী চেতনায় উদ্বুগ্ধ হয়ে ভয়াবহ জঙ্গিবাদের দিকে ধাবিত হচ্ছে। আর বদনাম হচ্ছে ইসলামের। হেযবুত তওহীদের বক্তব্য হচ্ছে, জঙ্গিবাদের সাথে ইসলামের কোন সম্পর্ক নেই। বর্তমানে প্রকৃত ইসলামের আদর্শ নেই বলে তা প্রতীয়মান হচ্ছে না। একটি শ্রেণী ধর্মকে কুক্ষিগত করে ব্যবসা করছে, ধর্মের প্রকৃত রূপ তুলে ধরছে না। ফলে জাতি আজ বিপর্যস্ত। তারা এই সমস্যার সমাধান পাচ্ছে না। আমরা হেযবুত তওহীদ ইসলামের সেই প্রকৃত আদর্শ তুলে ধরছি যার মাধ্যমেই দূর হবে এই ভয়াবহ সমস্যা।
In our present world, Islam is the prime target of imperialist countries. Already they have turned many Muslim states into a dying place where many people were killed, such as in Iraq, Syria, Lebanon and many others.
.
Terrorism is not originated from Islam. It is made by those imperialist countries. The superpowers, Russian and America, are using Syria and other Muslim countries lands to show their military abilities. Moreover, they created a group of scholars who are mainly religion mongers who were used to motivate the people towards terrorism as they falsely interpret the Quran and hadith and provoke them towards that path.
.
Peoples have religion's sentiment in them and as a result, millions of people were being merged into dreadful terrorism because of having no basic ideology of Islam. On the other hand, for this, Islam is being humiliated.

Hezbut Tawheed says that, there is no relation in between Islam and terrorism. At present, many are not understanding it because the true form of Islam is not present in the society. A group of self-centered religious mongers are misusing the religion without preaching the true form of it.
.
As a result, the nation is inverted today. They cannot solve the problem totally. We, the Hezbut Tawheed is presenting the real ideology of Islam by which this terrible problem could be solved.

কিশোরগঞ্জে হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচারের জবাব। Response to propagandas against Hezbut Tawheed.

কিশোরগঞ্জে একটি ওয়াজ মাহফিলে এক ধর্মব্যবসায়ী আলেম হেযবুত তওহীদ সম্পর্কে নানা মিথ্যাচার করেন এবং সেই মিথ্যাচারগুলি একটি হ্যান্ডবিলের মাধ্যমে মানুষের মাঝে প্রচারও করেন। তিনি সেখানে হেযবুত তওহীদের বিরুদ্ধে অনেকগুলো মিথ্যা অভিযোগ করেন। যেমন আমরা নাকি বলেছি রসুল (স.) রিসালতের দায়িত্ব পালন করতে পারেন নি (নাউযুবিল্লাহ), তাঁকে নাকি রহমাতাল্লিল আলামিন বলা যাবে না, সাহাবায়ে কেরামরা জেহাদ ছেড়ে দিয়ে নাকি চরম ভুল করেছেন! মানুষ এদের ওয়াজে যায় সওয়াবের আশায়, আল্লাহকে পাওয়ার আশায়। অথচ এরা হেযবুত তওহীদের নামে এসব মিথ্যাচার করে জাতিকে বিভ্রান্ত করছে, আমাদের সম্পর্কে ভুল বার্তা দিচ্ছে। আমাদের লেখা সম্পূর্ণ বই থেকে দুটি লাইন তুলে এনে বারবার সেটাকেই চালিয়ে দিলে মানুষ কি করে সঠিকটা বুঝবে? এরা মানুষের ধর্মীয় আবেগের সুযোগ নিয়ে সেটাই করে যাচ্ছে। In a waz arranged at Kishoreganj, a religion monger have proclaimed many propaganda against Hezbut Tawheed and he spread those through a handbill. There he made many false accusations against Hezbut Tawheeed. Such as, we have said that the messenger (pbuh) did not complete his responsibility of prophet hood! He (the Rasul) could not be called `Rahmatellil Al-amin’, the companions made a great mistake by leaving jihad! The people goes to these programs to get some award, to get Allah. However, they are misguiding the society by making these lies in the name of Hezbut Tawheed, spreading wrong message about us. How can the people will understand the real message when they tell just a fragment from the whole book and highlight that again again instead of telling the full concept? They are doing the same thing by taking chance from religious sentiment of the people.

বাংলাদেশ শিশু একাডেমিতে প্রদত্ত বক্তব্য। Speech at Bangladesh Shishu Academy.

একটি সমাজ যখন স্থবির হয়ে যায়, মানুষ যখন শক্তিমানের অন্যায়ের কাছে আত্মসমর্পণ করে, দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা চলে, মানুষ যখন মুক্তভাবে কথা বলতে পারে না, চিন্তা করতে পারে না, পদে পদে তাদেরকে অহেতুক বিধি-নিষেধের বেড়াজাল ও ধর্মান্ধদের ফতোয়াবাজিসহ নানাবিধ ভয়-ভীতির দ্বারা বাধাগ্রস্ত করা হয়, তাদের জীবনের যখন কোনো নিরাপত্তা থাকে না, সুস্থ সংস্কৃতি লালনের সুযোগ থাকে না, কোনো বোধ বা বিশ্বাসকে ধারণ করার অধিকার থাকে না, সমাজ যখন মাকড়শার জালে আটক পতঙ্গের মত ধর্মান্ধতার অচলায়তনে বাঁধা পড়ে মুক্তির জন্য ত্রাহিস্বরে চিৎকার করতে থাকে, তখন মানুষের সমস্ত প্রগতি, সমৃদ্ধি আর সভ্যতার বিকাশের পথ রুদ্ধ হয়ে পড়ে। আর এই পরিস্থিতিতে একদল চিন্তাশীল ও আলোকপ্রাপ্ত মানুষকে এগিয়ে আসতে হয় ঐসব বাধার প্রাচীর ভেঙে মানুষের সামনে সমস্ত দুনিয়াকে উন্মুক্ত করে দেয়ার জন্য, অন্ধত্ব আর কূপমণ্ডূকতার মস্তকে প্রচণ্ড আঘাতের মধ্য দিয়ে চিন্তাশীলতা, মননশীলতা আর প্রগতির পথে মানুষের অগ্রযাত্রাকে সুগম করার জন্য। একেই বলে রেনেসাঁ, একেই বলে নবজাগরণ। তেমন একটি রেনেসাঁর সময় এখন আমাদের দরজায় কড়া নাড়ছে। কেউ সাড়া দেবে কি? When a society becomes stagnant, when the people surrender to injustice, when the weak are being oppressed, the deprivation of rich are being continued over the poor, when the people unable to talk with freedom, cannot think with freedom, in every step of life they are bounded by many rules, prohibitions and fatwas derived from fanatics, when there is no security of their life, no chance to practice healthy culture, no right to hold others believe or ideology, when the society appears like an insect in the net of spider and desperately want to get rid of from this fanaticism and unprogressive condition, then all the way of development, progress, prosperity and civilization of people has braked. Now in this situation, a group of thoughtful and enlightened people have to come forward to destroy the barrier of fanaticism and open the world to the mankind. It is called renaissance.

মশা মারার ফতোয়া। How important is it the fatwa of killing mosquitoes?

ফেসবুকে একজন জানতে চেয়েছেন যে, ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারা জায়েজ হবে নাকি নাজায়েজ হবে। যেহেতু ব্যাটের আঘাতে আগুনের স্ফূলিঙ্গ সৃষ্টি হয়ে মশা মারা যায়। জববে অন্য একজন একটা হাদিস উল্লেখ করেছেন যেখানে রসূল বলেছেন, আল্লাহ ব্যতীত আর কারো অধিকার নেই আগুন দিয়ে শাস্তি দেয়ার। অথচ আমরা হেযবুত তওহীদ সারা দেশব্যপী জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, ধর্মব্যবসার বিরুদ্ধে কথা বলার কারণে আমাদের দুইজন ভাইকে জবাই করে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়েছে, হেযবুত তওহীদের মাননীয় এমামের বাড়ি জ্বালিয়ে দেয়া হয়েছে, প্রতিনিয়ত হত্যা-জ্বালিয়ে দেয়ার হুমকি দেয়া হচ্ছে, দেশের বহু মানুষকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেয়া হয়েছে। এগুলো কোন ফতোয়ায় আছে? যারা পুরো মানুষকেই পুড়িয়ে ফেলে তারা আবার মশা মারার ফতোয়া খুঁজে! একদিন এর জবাব দিতে হবে। A Facebook user have wanted to know whether it is allowed to kill mosquitoes by the electric bat, as mosquitoes died duo to the spark of fire. Another one replied him mentioning a hadith where Rasul said, none other than Allah has right to punish by fire. However, we, the Hezbut Tawheed is talking against terrorism, communism, religion mongering. For the reason, our two brother were killed and burned brutally, the house of honorable emam of Hezbut Tawheed had been burned too, everyday we are getting threats to burn, many people of our country were burned by petrol. Is there any fatwas about these? Those who can burn a people, then how they find fatwas to kill mosquitoes! One day they have to give response of this work.

ব্রিটিশদের ইসলাম । The British Islam । খ্রিষ্টানরা কেন মাদ্রাসা প্রতিষ্ঠা করলো?

ব্রিটিশরা যখন এই উপমহাদেশসহ মুসলিম বিশ্বের বিরাট অঞ্চল দখল করে নিল, তখন তারা কলকাতা আলিয়া মাদ্রাসার মতো বহু মাদ্রাসা প্রতিষ্ঠা করল। সেখানে তাদের খ্রিস্টান ওরিয়েন্টালিস্টরা (প্রাচ্যবিদ) বসে বসে মাদ্রাসার সিলেবাস প্রণয়ন করল, কারিকুলাম ঠিক করল। কলকাতা আলিয়া মাদ্রাসায় টানা ১৪৬ বছর ধরে ২৬ জন খ্রিস্টান প্রিন্সিপাল বসে বসে মুসলিমদের ইসলাম শেখাল। খ্রিস্টানরা কোন ইসলাম শিক্ষা দিতে পারে সে ব্যাপারে কোন সন্দেহের অবকাশ থাকে না। এইজাতির দুর্দশার দিকে দৃষ্টিপাত করলেই তা প্রতীয়মান হয়। যেখানে পুরো মুসলিম উম্মাহেরে ঐক্যবদ্ধ হয়ে থাকার কথা ছিল, সেখানে তারা আজ হাজার হাজার ফেরকা-মাজহাবে বিভক্ত হয়ে দুর্বল ও মেরুদন্ডহীন জাতিতে পরিণত হয়েছে। ফলে অন্যজাতির গোলাম হতেও দেরি হয়নি। প্রকৃত ইসলাম থাকলে এমনটা হত না। একটি দ্বিমুখি শিক্ষাব্যবস্থার (মাদ্রাসা এবং সাধারণ) মাধ্যমে ব্রিটিশরা কিভাবে এই জাতির মেরুদণ্ড ভেঙে দিয়ে গেছে তারই সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরছেন হেযবুত তওহীদের মাননীয় এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।
When the British occupied the vast territory of Muslims including this sub-continent, they established many madrasahs like Calcutta Alia Madrasah. Their Christian orientalists sat down in these madrasahs and prepared the syllabus, made the curriculum. The first 26 principles of Calcutta Alia Madrasa was Christians who taught Islam in this sub continent till 146 years.
.
We can easily recognize the teaching of them after seeing the distorted condition of present Muslim nations. The British planned and divided the Muslims in that time when it was mandatory for them to get united. As a result, they all became the slave of other nations. If they become united under the true Islam then it would not happen.
.
In one of my speech I am presenting a brief history about how the British broke the backbone of this nation by imposing two-way education system.

(Please visit the link for watching the video) .

টাকা কোথায় পায়?। How Hezbut Tawheed get money?

অনেকেই এ প্রশ্ন করেন যে, হেযবুত তওহীদের মতো গতিশীল একটি আন্দোলন পরিচালনার জন্য অবশ্যই অনেক অর্থ ব্যয় হয় কিন্তু তারা তো দৃশ্যত কারো কাছ থেকে অর্থ গ্রহণ করে না, তাহলে তারা এই অর্থ পায় কোথা থেকে? অনেকে বলে হেযবুত তওহীদ ইহুদিদের কাছ থেকে টাকা পায়, কেউ বলে খ্রিষ্টানদের কাছ থেকে টাকা পায় আবার কেউ বলে সরকারের কাছ থেকে টাকা পায়। আসলে তারা টাকা পায় কোথায়? রাজধানীর লালবাগে অনুষ্ঠিত জনসভায় এই প্রশ্নেরই জবাব প্রদান করে হেযবুত তওহীদের মাননীয় এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। যাদের মনে এই প্রশ্নগুলো ঘুরপাক খায়, দয়া করে তারা অন্য কারো বক্তব্য দ্বারা প্রভাবিত না হয়ে হেযবুত তওহীদের মাননীয় এমামের মুখেই প্রকৃত সত্য জানবেন।
Many people asked that a movement needs a lots of money to do their activities but we never see Hezbut Tawheed to take a single penny from us. This is natural that the question arise from curiosity that from where we get such a huge amount to run a movement? Though some says that they got money from Jews and Christian sects but we should know what actually the truth is?’
.
The Honorable leader of Hezbut Tawheed, Hossain Mohammad Salim; said about this topic at a conference in Lalbag. Those who has the same question must watch this video. If you have any quarry about us then ask us, do not divert to the false path by hearing propaganda.

পর্দা নিয়ে মিথ্যা অভিযোগ । False accusation of Hijab.

মহিলাদের পর্দা ইসলামের সবচেয়ে বিতর্কের একটি বিষয়। বিগত হাজার বছরে এ নিয়ে লক্ষ লক্ষ কেতাব লেখা হয়ে গেছে। এ নিয়ে সারাবছর ওয়াজ করা হচ্ছে। হেযবুত তওহীদের মেয়েরা আন্দোলনের সব কাজে শালীনতার সঙ্গে পুরুষদের পাশাপাশি অংশগ্রহণ করেন। এটাকে অপপ্রচারের পুঁজি বানিয়ে ধর্মব্যবসায়ী গোষ্ঠী মানুষের সামনে হেযবুত তওহীদকে বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে। কিন্তু না, হেযবুত তওহীদে পর্দা বা হেজাব করার নীতি পুরোপুরিই ইসলামসম্মত। আল্লাহ যা বলেছেন, রসুলের নারী আসহাবগণ যা করেছেন সেটাই আমাদের মেয়েরা মেনে চলার চেষ্টা করেন। তবে মনে রাখতে হবে, উম্মুল মোমেনীনদের হেজাবের বিধান কিন্তু পৃথক ছিল। বর্তমানে সাধারণ নারীদের উপরও রসুলাল্লাহর স্ত্রীগণের ‍উপর যে হেজাবের হুকুম ছিল সেটাই চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আর সে আলোকেই বিচার করা হচ্ছে আমাদের নারীদের। এটা একটা ভুল।
In the present era, 'hijab' is one of the most controversial issues in Islam. Millions of books have been written in last thousands of years about this topic, many assembly and seminars have been organizing throughout the year.
.
The women of Hezbut Tawheed participate in all the activities of movement along with modesty as well as men. By making it source of propaganda, the religion mongers are trying to make Hezbut Tawheed controversial in front of the mass. However, the policy of 'hijab' that Hezbut Tawheed maintaining is completely Islamic. Our women have tried to follow what Allah and His Messenger (pbuh) said and his (pbuh) female followers did.
.
Nevertheless, it has to be remembered that the rules of hijab of the wives of Prophet (pbuh.) were different than the ordinary women. At present, women are being forced to maintain these rules of 'hijab', which was ordered by ALlah only for the wives of Prophet (pbuh), and our women are being judged by this way. It is totally wrong.

তালাশের বিরুদ্ধে কি বললেন আইনুন্নাহার? । Speech of Ainunnahar against Talash’s falsehood.

হেযবুত তওহীদের বিরুদ্ধে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের তালাশ অনুষ্ঠানে ব্যাপক গুজব ও মিথ্যাচার প্রচার করা হয়। ধর্মব্যবসায়ী ও তাদের অনুসারীরা এই উদ্দেশ্যমূলক মিথ্যানির্ভর অনুষ্ঠানটিকে ষড়যন্ত্রের গুটি হিসাবে ব্যবহার করছে। আইনুন্নাহার মাদকাসক্ত স্বামী দ্বারা নির্যাতিতা অসহায় এক নারী। মাদকাসক্ত স্বামীর বর্বর নির্যাতন মুখ বুজে সহ্য করে সংসার করতে না চাওয়ায় স্বামী তাকে জোর করে দীর্ঘকাল একটি ঘরে তালাবদ্ধ করে রাখে। সে সময় তাকে অবর্ণনীয় শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। এ নারকীয় জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য আইনুন্নাহার এক সময় পুলিশের শরণাপন্ন হন। যে তালাশ টিমের দায়িত্ব ছিল নির্যাতিতা এই নারীর পাশে দাঁড়ানো, সেই ক্রাইম রিপোর্টাররা তা না করে উল্টো সেই মদ্যপ স্বামীর টাকা খেয়ে তার ষড়যন্ত্রের অংশ হয়ে আইনুন্নাহারের চরিত্রহনন করতে মাঠে নামল। একান্ত পারিবারিক বিষয়কে, পারিবারিক অপরাধকে হেযবুত তওহীদের সাথে মিশিয়ে রঙ চড়িয়ে প্রচার করে তারা ধর্মব্যবসায়ীদের মুখে খোরাক তুলে দিল।
Talash, a program of Independent Television has proclaimed wide rumor and falsehood against Hezbut Tawheed. The religion mongers and their followers are using these well-planed false propaganda as their conspiracy theories.
.
Ainunnahar Ratna, a helpless women who were tortured by his drug addicted husband. As she did not want to stay with him, her husband forced her to stay in a locked room for a long time. She faced humiliation and barbaric torture from her drug addicted husband. She had nothing to do by her own except bear those unbearable physical and mental tortures. Even she went to the police to get rid of this barbaric life.
.
It was the responsibility of 'Talash' to stand beside this tortured woman. Instead of doing that, they made conspiracy with her addicted husband and tried to defame her. They mixed her personal family issues with Hezbut Tawheed and made it colorful for attracting people towards it. As a result, the religion mongers spreading it easily and also using this topic as a tool of propaganda.


একজন খতিবের মূল্যায়ন। Assessment of a khatib.

আক্তারুজ্জামান সাগর; একজন মাদ্রাসায় দীক্ষিত আলেম। দীর্ঘদিন তিনি একটি মসজিদের ইমামের দায়িত্বও পালন করেছেন। কিন্তু হেযবুত তওহীদের কল্যাণে আজ তাঁর কাছে ধর্মের প্রকৃত রূপ দিনের আলোর মত পরিষ্কার। তিনি বুঝতে পেরেছেন দীনের কাজের কোনোরূপ বিনিময় গ্রহণ আল্লাহ সম্পূর্ণরূপে নিষেধ করেছেন। তাই তিনি দীনের কাজের বিনিময় নেয়া ছেড়ে দিয়ে হালাল উপায়ে উপার্জন শুরু করেছেন। তাঁর মতে সম্পূর্ণ মুসলিম উম্মাহ আজ ধর্মীয় অনুষ্ঠানাদি পালন করলেও তারা মূলত আল্লাহর হুকুম মানছেন না, অর্থাৎ তওহীদে নেই। পাশাপাশি তিনি হেযবুত তওহীদকে একটি সহীহ আন্দোলন হিসেবে উল্লেখ করেন। Akteruzzaman Sagar, studied from a madrasah, and also maintained the responsibility as a imam in a mosque for a long time. However, by knowing the true concept of Islam from Hezbut Tawheed he realised that Allah has completely forbidden any kind of exchange by doing works of religion. Therefore, he got rid from that profession and now he is earning in legal ways. According to him, the entire Muslim Ummah are only doing some religious ceremonies but they do not follow the commandments of Allah; and that means they are not maintaining their life under sovereignty of Allah. He also mentioned, Hezbut Tawheed, as a legal movement.

রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৯

সিফফিন ও উষ্ট্রের যুদ্ধ, আপনাদের অভিমত কী? । The Battle of Siffin and Jamal, What is your opinion?

এ ধরনের বিচ্ছিন্ন ঘটনারগুলোর জন্য অবশ্যই ইসলাম দায়ী নয়। সিফফিন ও উষ্ট্রের যুদ্ধ ইসলামে ইতিহাসের সবচেয়ে অনাকাঙ্খিত ও দুঃখজনক ঘটনাগুলোর অন্যতম। যুদ্ধগুলো মূলত কিছু স্বার্থান্বেষী মুনাফিক ও ইহুদিদের গভীর ষড়যন্ত্রের কারণে সংঘটিত হয়েছিল। জাতির ঐক্য নষ্ট করার জন্য তারা মুসলিমদের মধ্যে ভুল বুঝাবুঝির সৃষ্টি করে পরষ্পরের মধ্যেই যুদ্ধ বাঁধিয়ে দিয়েছিল। যুদ্ধ সংঘটিত হলেও মুসলিমরা তখনও আল্লাহর হুকুম প্রত্যাখ্যান করেননি। তারা পুনরায় ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর বিধান অনুযায়ী জাতি পরিচালনা করেছিলেন। রসুল উপেক্ষিত, অবহেলিত, নিপীড়িত আরব জাতিকে ঐক্যবদ্ধ করে একটি গতিশীল জাতিতে পরিণত করে দিয়ে গিয়েছিলেন। পরবর্তীতে তাঁর রেখে যাওয়া দায়িত্ব পালন করেছিলেন খুলাফায়ে রাশেদিনরা। তাঁরা ইসলামের মহান আদর্শ নিয়ে পৃথিবীর চারদিকে ছড়িয়ে পড়েছিল। ফলে বহু মানুষ দলে দলে ইসলামে এসেছিল, যদিও এদের অনেকেই ইসলাামের প্রকৃত আকিদা না বুঝেই এসেছিল শুধুমাত্র নিজ স্বার্থে। তাঁদের সময়কালে এসব ইহুদিরা মাথাচাড়া দিতে না পারলেও উনাদের বিদায়ের পরে তারা ঠিকই ষড়যন্ত্রে লিপ্ত হয়। যাই হোক, এখন আমাদের উচিৎ হবে এমন দুঃখজনক ঘটনা নিয়ে পুনরায় দ্বন্ধে লিপ্ত না হয়ে এ থেকে শিক্ষা নিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করা। You can not blame Islam for these isolated incidents anywise. The battle of Siffin and the battle of Jamal (battle of camel) are one of the most undesired and tragic events in Islam’s history. Though the wars took place between the two sides of Muslims but behind this there were deep conspiracy of Jews and some egoistic hypocrites. In order to ruin the unity of the nation, they bounded war between Muslims by creating misunderstandings. Though wars took place, Muslims did not refuse Allah’s commands. They reunited and led the nation according to the laws of Islam. Rasul (S.A) made the Arab nation united and extremely dynamic those who were neglected and disregarded. Subsequently, the caliphs (Ra.) maintained his kept duties. They spread around the world with the great ideology of Islam. As a result many people came under the banner of Islam in groups, though many of them did not understand the real identity of Islam and they came here only for fulfilling their own interests. During this period, these Jews could not raise their head but after the departure of messenger (S.A) and caliphs (Ra.) they were involved in conspiracy against Islam. Anyway, now we should take a lesson from these incidents and unite the nation instead of involving in conflicts.

সুরা হুজুরাতের উপর আলোচনা। Discussion on Sura Huzurat

সম্প্রতি মাননীয় এমাম হেযবুত তওহীদের মোজাহেদ-মোজাহেদাদের উদ্দেশ্যে পবিত্র কোর’আনের সুরা হুজরাতের তাৎপর্য নিয়ে আলোচনা করেছেন। যারা আল্লাহর দীন প্রতিষ্ঠা করার মতো মহান দায়িত্ব পালনের জন্য ঐক্যবদ্ধ হয়েছেন তাদের জন্য এই সুরাটি অতি গুরুত্বপূর্ণ। সুরাটির তাৎপর্য অনুধাবন করে হেযবুত তওহীদের সদস্যরা যার যার চরিত্র তৈরি করবেন। The honorable Emam of Hezbut Tawheed recently discuss on Sura (Chapter) Huzurat recently. For those this Sura is so mandatory, who become united to establish the Deen-ul-haq, Islam.By realizing the significance of this Sura the members of Hezbut Tawheed must build themselves according their realization.

হযরত আবু বকর (রা.) নামাজ পড়িয়ে টাকা নিতেন?। Did Abu Bakar (Ra.) take money for leading the prayer?

আমরা যখন দ্বীনের কাজের বিনিময় গ্রহণ করার বিরুদ্ধে আল্লাহ ও তার রসুলের পরিষ্কার ঘোষণা মানুষের সামনে তুলে ধরি, তখন ধর্মব্যবসায়ী শ্রেণি মানুষকে এ কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করে যে, আবু বকর (রা.) নাকি নামাজ পড়িয়ে অর্থ নিতেন। তাদের একজনকে কিছুদিন আগে বলতে শুনলাম, “রসুলের সাহাবীরা যদি ধর্মের কাজ করে বিনিময় গ্রহণ করে জাহান্নামে যান, তাহলে আমরাও জাহান্নামে যেতে প্রস্তুত আছি।” কি সাংঘাতিক! তারা তাদের অন্যায়ের বৈধতা দিতে গিয়ে রসুলের সাহাবীদেরকেও জাহান্নামীর পর্যায়ভুক্ত করতে কুণ্ঠিত হয় না। ... হেযবুত তওহীদের নতুন মোজাহেদ-মোজাহেদাদের নিয়ে আয়োজিত একটি ঘরোয়া “আকীদা সহীহ” মিটিংয়ে সম্প্রতিক নতুন এক মোজাহেদ এই প্রশ্নটাই করেছিলেন। তাঁর প্রশ্ন ছিল, আবু বকর (রা.) যদি নামাজ পড়িয়ে বিনিময় নিতে পারেন তাহলে মসজিদের ঈমাম সাহেবরা কেন নিতে পারবেন না? তাঁর এই প্রশ্নের উত্তর আমি দিয়েছিলাম। কিভাবে রাষ্ট্রীয় সর্বোচ্চ দায়িত্ব পালনকারী একজন মানুষের রাষ্ট্রীয় কাজের ভাতাকে “ইমামতি করে টাকা নেওয়া” বলে মিথ্যা দাবি করা হয়, তা পরিষ্কারভাবে তুলে ধরেছিলাম সেখানে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইলো। আশা করি এই ভিডিওটি দেখার পর কারো মনে এ ব্যাপারে বিভ্রান্তি থাকবে না। সবচেয়ে বড় কথা, ধর্মব্যবসায়ীরা তাদের অন্যায়কে বৈধ করার জন্য কিভাবে রসুলের নিজ হাতে গড়া জাতির শ্রেষ্ঠ মানুষদের গায়ে কালিমা লেপন করছে, তা আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাবে।
When we are presenting the truth in front of people that Allah has forbade to take any kind of exchange by doing religious works, the religion mongers often said that, "Abu Bakr (Ra.) also took exchange after leading the congregation in prayers."
.
Even one of them said that, "If Rasul’s (pbuh) companions went to the Jahannam (hell) by doing any works we will follow them." How terrible! To establish their false interpretation as truth they are taking Rasul’s companions into the Jahannam.
.
Recently in a indoor meeting, one of the members of Hezbut Tawheed asked about this matter. He wanted to know that if Rasul’s Ashab (companion) Abu Bakr (Ra.) could take money by leading the congregation in prayers then what’s wrong with our Imams? The honorable Emam of Hezbut Tawheed give a reply about this and discuss about this topic. The Honorable Emam clear the fact how those religion mongers used Abu Bakar’s (Ra.) ‘state allowance’ and claimed it as his ‘exchange of religion works’. Watch the full video and you will be cleared.

কোরআন কেন সংকলন করা হল?।। Why the Holy Quran was compiled?

সমস্ত সাহাবীদের মধ্যে অনেকেই পূর্ণাঙ্গ কোরআন দেখেনি। আল্লাহর রসুল (সা.), আবু বকর (রা.), উমর (রা.), চলে যাওয়ার পর হযরত উসমান (রা.) এর সময় কোরআন সংকলন করা হয়েছে। অর্ধ পৃথিবী ইসলামের ছায়াতলে আসার পর বিভিন্ন জায়গায় বিচারকার্যে ও আল্লাহর হুকুম প্রয়োগের ক্ষেত্রে ভিন্নতা বা মতভেদ এর প্রবণতা দেখা যায়। তাই আল্লাহর হুকুমগুলোকে একত্রিত করার জন্য হযরত উসমান (রা.) এর নেতৃত্বে কোরআন সংকলন করা হল। মাত্র চারটি কোরআন চারজন রাষ্ট্রনায়কের কাছে পাঠানো হল। তখন সমগ্র জাতি আল্লাহর হুকুম মেনে চলত। কিন্তু আজকে ঘরে ঘরে কোরআন থাকা সত্ত্বেও আল্লাহর হুকুম কোথাও চলে না। আকিদা ভুলের কারণেই এমনটা হয়েছে। তারা মনে করছে কোরআন মুখস্ত করলেই জান্নাতে চলে যাবে। কোরআন ব্যখা করাটাই তাদের প্রধান কাজ। কিন্তু কোরআন হল আল্লাহর বিধান, এটাকে মানব জীবনে প্রতিষ্ঠা করাই আমাদের প্রধান কাজ। আমরা প্রধান কাজ বাদ দিয়ে আনুষঙ্গিক কাজ নিয়ে ব্যস্ত। কোরআন আল্লাহর কিতাব তাই এটি পড়বেন, জানবেন। কিন্তু প্রধান কাজ হল এটা মানব জীবনে প্রতিষ্ঠা করা।
Most of the companions of Prophet (pbuh) did not see the whole Holy Quran. The Holy Quran was compiled during the reign of Uthman (Ra.) when Prophet (pbuh), Abu Bakr (Ra.), Umar (Ra.) were no more. Islam was established on half of the world and then they faced many differences to do judgment and other works among all the regions and so under the leadership of Uthman (Ra.) the Quran was compiled.
.
Only four pieces of Holy Quran was sent to the four governors. In that time the whole nation was moving according the rules of Allah and all people obeyed them. At present In every Muslim’s house we have at least one copy of Holy Quran but no one obeyed the rules and regulations of that. This happened due to the lacking of Aqida (comprehensive concept). They think that they will go to heaven by reciting and memorizing the Holy Quran. They also think that their main task is explaining Holy Quran but the main task is to establish the commands of Allah in whole parts of life.
.
Excluding our main task, we are busy in other accessories. As It is the book of Allah you might read it, recite it but that’s not the main task, our main task is establishing it in the every sector of human life throughout the world.

আপনারা নারী পুরুষ একসাথে মিটিং করেন কেন? । Why you meet up men and women together in conference?

আমরা নারী পুরুষ একসাথে কেন মিটিং করি সেটা জানতে হলে ইসলামের প্রকৃত ইতিহাস সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে। দেখতে হবে আল্লাহর রসুল কি করে নারী জাগরণ ঘটিয়েছিলেন। রসুল নবুয়্যতের ২৩ বছরে আরবে ইসলাম প্রতিষ্ঠা করেছেন। রসুল চলে যাওয়ার পর সাহাবীগণ সংগ্রাম করে অর্ধ দুনিয়ায় দীন প্রতিষ্ঠা করলেন। ওই সময়ের মধ্যে কিন্তু বর্তমান প্রচলিত ইসলামের মত হাজারো তরিকা, এত এত কিতাব-তফসীর, হাদীস এতকিছু ছিল না। রসুল এবং সাহাবীগণ চলে যাওয়ার পর থেকেই মূলত ইসলামের বিকৃতি হওয়া শুরু। একদিকে সুলতানরা ছিলেন ভোগবিলাসে মত্ত, অন্যদিকে তাদের আলেম-পণ্ডিত শ্রেণী সংগ্রাম ত্যাগ করে দীনের প্রতিটা বিষয় নিয়ে অহেতুক ব্যখ্যা বিশ্লেষণ করে হাজারো মতভেদ সৃষ্টি করলো। অর্থাৎ দীন নিয়ে বাড়াবাড়ি করলো, যার একটি হচ্ছে নারী। বিভিন্ন ফতোয়া বানিয়ে তারা নারীদের ঘরবন্দী করে জাতির বোঝায় পরিনত করলো। অথচ আল্লাহর রসুল আরবের আইয়্যামে জাহেলিয়াত, যেখানে নারীদের কোন সম্মান ছিল না, জীবন্ত কবর দেয়া হত, তাদেরকে ঐক্যবদ্ধ করলেন। সামাজিক সকল কাজে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতেন। যেমন- সালাহ, মিটিং, আলোচনা, বাজার পরিচালনা ইত্যাদি। তাদেরকে তলোয়ার চালনা করা, বল্লম চালানো, ঘোড়া চালানো শেখালেন। যোদ্ধা বানালেন, নিয়ে গেলেন যুদ্ধের ময়দানে। এগুলো ইসলামের জলন্ত ইতিহাস। কাজেই আমরা হেযবুত তওহীদ প্রকৃত ইসলামকেই অনুসরণ করছি। To know why we meet up men and women together in a conference or occasion, there must be a clean idea about the real Islam. Have to see how the messenger of Allah had awakened the women. The messenger has established Islam within 23 years of his prophethood. After the departure of messenger, the companions established Islam in half of the world already. However, during that time, there were not thousands of groups like religious or ethnic etc, a lot of scripture-tafsir, nor was the bundle of hadith. Just after the departure of messenger and the companions it was started the distort of Islam basically. On the one hand, the sultans were busy about their luxurious life and on the other hand their scholars class had created a lot of disagreements by unnecessary analysis and interpretation of every subjects of Islam. That means they went excess against Islam, one of those is about woman. By making many false hadith, they kept them house captive and converted them into a ineffective part nation. However, the messenger of Allah united those women who had no respect in their society, they were buried alive, thats called `dark era’ of Arabia. The messenger ensured their participation in all activities on society such that salah, meeting, discussion, marketing management etc. He taught them to move sword, to operate lance, how to ride horse and took away them in the battlefield. These are the living history of Islam. Therefore, we, Hezut Tawheed are following the real Islam of Allah and his messenger.

যে সভ্যতা নারীকে পণ্য বানিয়েছে, সে সভ্যতা নারীর মুক্তি দিতে পারবে না।

একটি সমাজের অর্ধেক জনশক্তিই হচ্ছে নারী। সেই অর্ধেক জনশক্তিকে বাদ দিয়ে একটি জাতি কখনোই প্রগতিশীল হতে পারে না। অথচ আমাদের সমাজে আজও নারীদেরক...