বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯

হেযবুত তওহীদের মূল বক্তব্য। The key speech of Hezbut Tawheed.

মানুষ আল্লাহর খলীফা অর্থাৎ প্রতিনিধি। মানুষকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন তাঁর খেলাফত করার জন্য (সূরা বাকারা: ৩০)। মানুষ কিভাবে জীবনবিধান পরিচালনা করবে তার জন্য দুটি পথ খোলা আছে। একটি হচ্ছে হেদায়াহ অর্থাৎ আল্লাহর পথ, অন্যটি হচ্ছে দালালাহ তথা ইবলিশ বা শয়তান সৃষ্ট পথ। মানুষ যাতে পৃথিবীতে শান্তি ও পারলৌকিক জান্নাত লাভ করতে পারে সে জন্যই হেদায়াহ তথা সহজ সরল পথ বা সেরাতুল মুস্তাকিমে থাকার নির্দেশ দিয়েছেন। এই নির্দেশনা দিয়েই যুগে যুগে বহু নবী রসুল প্রেরণ করেছেন। তাঁরা শুধু একটি কথার উপরই জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করে গেছেন- যেখানে আল্লাহর কোন হুকুম আছে সেখানে অন্য কারো হুকুম না মানা। এটাই তওহীদ ‘লা ইলাহা ইল্লাল্লাহ’। এটাই আল্লাহর সহজ সরল জীবন বিধান এবং পৃথিবী ও জান্নাত লাভের পূর্বশর্ত। কিন্তু নির্মম বাস্তবতা হল বর্তমান জাতি তাদের জীবন পরিচালনার ক্ষেত্রে সামগ্রিকভাবে আল্লাহর হুকুম প্রত্যাখ্যান করে মনুষ্য তৈরি জীবন বিধান অনুসরণ করছে। যার ফল দুনিয়াজোড়া এই অন্যায়, অবিচার, নির্মমতা এককথায় অশান্তি। হেযবুত তওহীদ এই জাতিকে পুনরায় নবী রসুলদের দেখানো পথ অর্থাৎ তওহীদের দিকে আহ্বান করছে। হেযবুত তওহীদ বলছে, হে মানুষ! তোমরা সকল মত, দল, ভেদাভেদ ভুলে একটি কথার উপর ঐক্যবদ্ধ হও, যেখানে আল্লাহর হুকুম আছে সেখানে অন্য কারো হুকুম মানবো না। তবেই তোমরা শান্তি পাবে, জান্নাত পাবে। Human being are the vicegerent of Allah. Allah has sent people to earth to represent him, to obey him (Quran 2:30). There are two paths are open in front of us, one of them is `Hedayah’ means the path of Allah. Another one is `Dalalah means the path of Satan. Allah has commanded us to follow his path that is easy and straight so that we can live in peace and gain Jannah. With this instruction, Allah has sent many prophet. Every one of him invited the nation to unite on one word that there is no commander expect Allah. That is `La Ilaha Illallah,’ that is the easy and straight way of life. That is the precondition of gaining peace in this life and afterlife. However, the brutal reality is that this nation has rejected the laws of Allah and accepted the man made laws. We are seeing the end result of it is injustice, cruelty, turmoil that’s are going all over the world. Hezbut Tawheed is calling the whole nation to back to Tawheed that is shown by the prophets. Hezbut Tawheed is preaching, O humankind! All of you leave all kinds of parties, discrimination and unite them by one word- where there is any commands of Allah, rejects others. Only then, you will find peace and paradise.

২৬টি মন্তব্য:

  1. অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য। সবাইকে মৌলিক বিষয় জানতে হবে।

    উত্তরমুছুন
  2. অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন এই আলোচনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ

    উত্তরমুছুন
  3. সবাই যদি এই কথাগুলো বুঝতো।

    উত্তরমুছুন
  4. মানুষের কাজ কি এ বিষয়ে গুরুত্বপুর্ণ বক্তব্য তুলে ধরায় আপনাকে ধন্যবাদ।

    উত্তরমুছুন
  5. এই সত্যটা আমরা মানুষ হিসাবে অনেকে জানিনা।

    উত্তরমুছুন
  6. আপনার কথা গুলা যুক্তিসঙ্গত। এমন কথা অন্য কোথাও শুনি নাই।

    উত্তরমুছুন
  7. আমি সত্যের পক্ষে । আমি ধর্মান্ধ নয়! আল্লাহর শুকরিয়া আল্লাহ আমাকে জানার অবারিত সুযোগ দিয়েছেন । আপনি যে মহা দায়িত্ব পালনে ব্রতি হয়েছেন, আল্লাহর আপনার সাথে আছে। আর সে কারনেইতো লক্ষ যুবা, বয়বৃদ্ধ কিশোর তরুনেরা আপনার কথায় সম্বিত ফিরে পাচ্ছে। চিনতে পারছে নিজের সত্বাকে, বুঝতে পারছে মানুষ আর পশুর মধ্যে পার্থক্য মানবতার কল্যানে নিজেকে নিয়োগ করা । অন্তত মানবতাহীন কোন কাজের থেকে সত্যের দিকে মুখ ফেরানো। অন্যদিকে নব্য কওমে লুত ধর্মের ঘাড়ে বন্দুক রেখে ফায়ার করে চলেছে। তাদের অন্ধ ভক্ত হয়ে আল্লাহর কাছে জবাবের কোন জায়গা থাকবেনা । আখেরাতে আকল/ আত্মা/ বিবেক/ বিবেচনার বিচার হবে। সেদিন হাজারও অন্ধত্ব পুর্ন ইবাদাত আল্লাহ মুখের ওপর ছুড়ে মারবেন। আমি অহংকার থেকে পানাহ চাই। আপনি সত্যকে তুলে ধরেছেন সর্বত্তম ভাষায় । অনেক অনেক নোংরা ভাষার ব্যাবহারে হুমকি ধামকিতে আপনাকে জর্জরিত করতে চাইলেও কোন লাভ নেই। কারন, তারা জানেনা, আল্লাহ আপনার সহায়। আমরা তাই সাহস সঞ্চার করি। আমরা যেন ঐক্যব্ধ হয়ে সত্যের পক্ষালম্বন করতে দিধান্বিত না হয়? আমরাতো ইসলামকে সমুন্নত করতেই এখানে দু একটি শব্দ লিখছি । অথচ এখানেও এমন গালাগালি যারা করে তারা কিসের পরিচয়/ সমর্থন বোঝাতে চায় ?? আকল খুলুক তাদের। অন্ধত্ব থেকে বেরিয়ে আসার হিম্মৎ তৈরি হোক। আপনার দৃঢ়তা আল্লাহ আরও বাড়িয়ে দিন।

    উত্তরমুছুন
  8. যে কথা আপনি বলছেন তা ঠিক আছে সত্য,কিন্তু এই সমাজ মানবে ?

    উত্তরমুছুন
  9. হেযবুত তওহীদ বর্তমান মানব জাতির মুক্তির জন্য হাতে আলোকবর্তিকা হাতে দাঁড়িয়েছে।
    স্বাগতম

    উত্তরমুছুন
  10. আপনি যে মহা দায়িত্ব পালনে ব্রতি হয়েছেন, আল্লাহর আপনার সাথে আছে আপনি সত্যকে তুলে ধরেছেন সর্বত্তম ভাষায় আপনার দৃঢ়তা আল্লাহ আরও বাড়িয়ে দিন

    উত্তরমুছুন
  11. মাননীয় এমাম আপনি এতো সুন্দর সাবলীলভাবে এই জাতীর সংকটগুলো তুলে ধরেছেন যে কেউ একটু মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবে। অথচ কেউ একটুও মনোযোগ দিয়ে শোনে না।

    উত্তরমুছুন

যে সভ্যতা নারীকে পণ্য বানিয়েছে, সে সভ্যতা নারীর মুক্তি দিতে পারবে না।

একটি সমাজের অর্ধেক জনশক্তিই হচ্ছে নারী। সেই অর্ধেক জনশক্তিকে বাদ দিয়ে একটি জাতি কখনোই প্রগতিশীল হতে পারে না। অথচ আমাদের সমাজে আজও নারীদেরক...