বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯

চূড়ান্ত ধ্বংস থেকে রক্ষার পথ তওহীদ। Tawheed is the way to escape the ultimate destruction.

বাংলাদেশে গত কয়েক দশক ধরে পারিবারিক দ্বন্দ, সামাজিক দ্বন্দের কারনে প্রায় ৫০ হাজারেরও বেশী অপরাধ সংঘটিত হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে এসকল সমস্যার সমাধান করা যাবেনা। কাজেই মানবজাতিকে এখন সিদ্ধান্ত নিতে হবে যে তারা কি করবে? এই অশান্তি থেকে বাঁচার উপায় একটাই। যদি সমগ্র মানবজাতি মেনে নেয় যে জীবনের কোনো অঙ্গনে তারা একমাত্র আল্লাহ্ ছাড়া আর কারো হুকুম মানবে না; তবেই পরিবার, সমাজ, রাষ্ট্র শান্তিপূর্ণ হবে; তবেই তারা সফলকাম হবে। Over the past few decades, more than fifty thousands crimes have been occurred in Bangladesh due to the family and social dilemmas. Law and Order could not solve these. Therefore, humankind must take decision what will they do? We are presenting that there is only one way to relief from this unrest situation. If the whole humankind obey the decree of Allah in all sectors of life e.g. family, society, and state, they will get peace and will be succeeded.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

যে সভ্যতা নারীকে পণ্য বানিয়েছে, সে সভ্যতা নারীর মুক্তি দিতে পারবে না।

একটি সমাজের অর্ধেক জনশক্তিই হচ্ছে নারী। সেই অর্ধেক জনশক্তিকে বাদ দিয়ে একটি জাতি কখনোই প্রগতিশীল হতে পারে না। অথচ আমাদের সমাজে আজও নারীদেরক...