বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯

যে সভ্যতা নারীকে পণ্য বানিয়েছে, সে সভ্যতা নারীর মুক্তি দিতে পারবে না।

একটি সমাজের অর্ধেক জনশক্তিই হচ্ছে নারী। সেই অর্ধেক জনশক্তিকে বাদ দিয়ে একটি জাতি কখনোই প্রগতিশীল হতে পারে না। অথচ আমাদের সমাজে আজও নারীদেরকে নানা ফতোয়ার বেড়াজালে আবদ্ধ রেখে বিকলাঙ্গ করে রাখা হচ্ছে। অন্যদিকে এটাও প্রমাণিত, আজকের এই পশ্চিমা সাম্রাজ্যবাদী দাজ্জালীয় সভ্যতা ও তাদের প্রযুক্তির উন্নয়ন মানুষকে শান্তি ও নিরাপত্তা দিতে পারেনি। তারা নারীর মুক্তির নামে শিক্ষা দিয়েছে বেহায়াপনা। একদিকে ধর্মের অপব্যখ্যা দিয়ে নারীদের অধিকার ভূলণ্ঠিত করা হয়েছে, অন্যদিকে নারীর অধিকার রক্ষার নামে চর্চা হয়েছে অশ্লীলতার। অর্থাৎ ভারসাম্য নষ্ট হয়েছে। ইসলাম কখনোই নারী-পুরুষের বৈষম্য করে না। সমাজের সকল ক্ষেত্রেই নারীর প্রাপ্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করা হয়েছে। রসূলের জীবনী পর্যালোচনা করলেই তা প্রতিয়মান হয়। আরবের জাহেলিয়াতের সেই অবলা নারীদেরকে তিনি কিভাবে এক একজন বীরঙ্গনা যোদ্ধা বানালেন তা এক বিষ্ময়কর ইতিহাস। নারীদের জ্ঞান আছে, প্রজ্ঞা আছে, সামাজিক সকল কাজে অংশগ্রহণ করার যোগ্যতা আছে। তারা যদি ফতোয়ার বেড়াজাল ছিন্ন করে সকল অন্যায়েরা বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়, তবেই রচিত হবে একটি সভ্য সমাজ।
Women are the half of the population of a society. A nation can never progress neglecting these vast population power. However, the matter of sorrow is that in our society, women are still being handicapped through locking in barrage of fatwas. On the other hand, it is also proved that present western materialistic civilization and the developments of their technology could not ensure peace and security. They teach boldness to women in the name of liberation. . In one side, the rights of women have been violated by the abuses of religion; on the other side, nudity has been practiced in the name of protecting women's rights. That’s why the balance has been lost. . Islam never discriminates between men and women. In all stages of social activities, Islam has established the rights and dignity of women. One can acquire a complete knowledge about it by studing the life of prophet Muhammad (Sm.). . It is a phenomenal history how the messenger of Allah (pbuh) had converted that ignorant peoples of Ayhame Jaheiliyat (the dark era) into heroic warriors. The women has knowledge, wisdom, and ability to participate all the social activities. . If they can break the barrage of fatwas and unite against all kind of injustice, then a civilized civilization could form easily.

কারা হেযবুত তওহীদের বিরুদ্ধে মিথ্যাচার করে, কেন করে? The propagandists against Hezbut Tawheed.

বর্তমানে যারা ধর্মের নামে স্বার্থ উদ্ধার করছে, অপরাজনীতি করছে, বিভিন্ন ধরনের জাতিবিনাশী কর্মকান্ড করছে তারা এখন হেযবুত তওহীদের বিরুদ্ধেও বিভিন্ন ধরনের অপপ্রচার করছে, ফতোয়া দিচ্ছে, হুমকি দিচ্ছে। ফলে সাধারণ মানুষের মনে আমাদের সম্পর্কে বিরুপ ধারণা, বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের অধিকার রয়েছে ইসলামের কথা বলার। আমরা চাই এই স্বার্থান্বেষী, কুপমন্ডুক ধর্মব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের মাননীয় সরকার যেন যথাযথ ব্যবস্থা নেন। Now those who are securing own interests in the name of religion, defrauding, doing various forms of caste activities, are now spreading various kinds of propaganda, issuing fatwas (Islamic laws or opinions) and delivering statements as a threat against Hezbut Tawheed. As a result, the mass is getting bad ideas about us. As a citizen, each we have the right to speak about Islam. We are requesting to the government to take proper actions against these sef-centered, hypocrite, religion mongers

আমার বক্তব্যকে টুইস্ট করে অপপ্রচার করা হচ্ছে! । My speech is being propagated by twisting!

আমি আমার কথাগুলোকে শ্রোতাদের সামনে যেভাবে তুলে ধরি, সেভাবে তুলে না ধরে স্বার্থান্বেষী ধর্মব্যবসায়ীরা আমার পুরো বক্তব্য থেকে কাটিং করে খণ্ডিতভাবে উপস্থাপন করে থাকে, যার ফলে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়। বস্তুত টুইস্ট করতে তারা অতিশয় পটু। তারা জানে কীভাবে কোন বক্তব্য উপস্থাপন করলে এবং কীভাবে কাট-ছাট করা হলে মানুষ ওই বক্তব্য শুনে ভুল বুঝবে। তবে তারা যদি ভেবে থাকে এভাবে কূট-কৌশল করেই সত্যের উদ্ভাসকে ঠেকিয়ে দিতে পারবে তাহলে সেটা ভুল ভাবনা। তাদের সমস্ত অপকৌশলকে ধূলিসাৎ করে অচিরেই আল্লাহ তাঁর সত্যদীনের বিজয়কে সুনিশ্চিত করবেন ইনশা’আল্লাহ। Instead of presenting my actual words before the mass, some self-interested religion mongers carp my entire lecture and present it in pieces according to their wants which cause confusions among the public. In fact, they often change my speech. They know how to present a statement and how to modify it by which they can easily provoke people and misguide them. However, if they think that they can prevent the manifestation of truth by using such tactics then it is totally a misunderstanding. InShaAllah, Allah will ensure the victory of his Deen (True system).

চূড়ান্ত ধ্বংস থেকে রক্ষার পথ তওহীদ। Tawheed is the way to escape the ultimate destruction.

বাংলাদেশে গত কয়েক দশক ধরে পারিবারিক দ্বন্দ, সামাজিক দ্বন্দের কারনে প্রায় ৫০ হাজারেরও বেশী অপরাধ সংঘটিত হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে এসকল সমস্যার সমাধান করা যাবেনা। কাজেই মানবজাতিকে এখন সিদ্ধান্ত নিতে হবে যে তারা কি করবে? এই অশান্তি থেকে বাঁচার উপায় একটাই। যদি সমগ্র মানবজাতি মেনে নেয় যে জীবনের কোনো অঙ্গনে তারা একমাত্র আল্লাহ্ ছাড়া আর কারো হুকুম মানবে না; তবেই পরিবার, সমাজ, রাষ্ট্র শান্তিপূর্ণ হবে; তবেই তারা সফলকাম হবে। Over the past few decades, more than fifty thousands crimes have been occurred in Bangladesh due to the family and social dilemmas. Law and Order could not solve these. Therefore, humankind must take decision what will they do? We are presenting that there is only one way to relief from this unrest situation. If the whole humankind obey the decree of Allah in all sectors of life e.g. family, society, and state, they will get peace and will be succeeded.

মানুষের হুকুম মানাই সবচেয়ে বড় শিরক! Obeying Human-made systems except Allah is the Biggest Shirk.

আল্লাহর হুকুম মানতে হবে পরিপূর্ণভাবে। কিছু মানবেন আল্লাহর হুকুম, আবার কিছু মানবেন মানুষের হুকুম, তাহলে সেটা হবে শিরক। বর্তমানে ব্যক্তিগত জীবনে নামাজ-রোজা ইত্যাদির হুকুম মানা হয়ে থাকে, কিন্তু জাতীয় সামাজিক ইত্যাদি অঙ্গনে আল্লাহর হুকুম প্রত্যাখ্যান করে মানুষের তৈরি বিধান মানা হয়। এটি যদি শিরক না হয় তাহলে শিরক কাকে বলে? কিন্তু এই মহাসত্যটি জাতিকে শেখানো হয় নাই। ফলে জাতি তওহীদে ঐক্যবদ্ধ হবার গুরুত্ব বুঝতে পারছে না। হেযবুত তওহীদ চেষ্টা করছে আল্লাহর হুকুমের ভিত্তিতে সবাইকে ঐক্যবদ্ধ করার জন্য। One must obey the order of Allah completely. You can not obey Allah in some places and obey human made orders in some places. If you did, it would be Sherk (polytheism). At the present time we are maintaining our personal life and doing Salah (prayer), Saom (fasting) according to the order of Allah but spending our social and political life according to the human made rules and regulations. If it is not a Sherk, then what will be? However, this greatest truth has not been taught to the nation and as a result, the nation does not understand the importance of becoming united under the banner of Tawheed. We, Hezbut Tawheed, are calling everyone to unite all on the basis of Allah's commandments.

ধর্মব্যবসায়ীরা যা বলে মিথ্যা বলে। Most of the speeches of religion mongers are lie.

লেবাসধারী ধর্মব্যবসায়ীরা এতদিন যা বলে এসেছে সাধারণ মানুষ যাচাই বাছাই না করেই সেগুলোকে সত্য বলে মেনে নিয়েছে। কিন্তু এখন জনগণের দৃষ্টি খুলে যাচ্ছে। তারা জানতে পারছে ধর্মব্যবসায়ীরা যা বলে মিথ্যা বলে। হেযবুত তওহীদ নিজেদের টাকা খরচ করে অন্যায়ের বিরুদ্ধে, অশান্তির বিরুদ্ধে লক্ষ লক্ষ সভা সেমিনার করছে। কাজেই হেযবুত তওহীদের পক্ষে রাষ্ট্রীয় আইন ভঙ্গ করে, আল্লাহ্র আইন পরিপন্থি কোনো কাজ করা শোভা পায় না।
The common mass has taken every words of religion mongers every-time without any hesitation. However, now they have realized that whatever religion mongers express is a lie.
Hezbut Tawheed movement is conducting a lots of seminar against injustice, unrest and turmoil throughout the Bangladesh with their own finances. Therefore, It is impossible for us to do activities by neglecting and violating the laws and orders of Allah and an independent county.

মসজিদে দাঁড়িয়ে মিথ্যাচার বন্ধ করুন। Stop delivering propagandas from the mosque.

মসজিদের মত জায়গায় দাঁড়িয়ে খুৎবা দিতে গিয়ে যারা হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার করছে তারা যদি অপপ্রচার থেকে বিরত না হন তাহলে ইনশা’আল্লাহ অচীরেই তাদেরকে ওই জায়গা থেকে আল্লাহ অপমান অপদস্থ করে বিতাড়িত করবেন। জাগরণ শুরু হয়ে গেছে। মানুষের রেনেসাঁ কী জিনিস, বিপ্লব কী জিনিস তারা টের পাবেন অল্পদিনের ভেতরেই ইনশা’আল্লাহ। Those who are spreading propaganda against us, Hezbut Tawheed, standing in a mosque in Khutba Insha'Allah Allah will soon expel them from that place with dishonor and harassment if they did not stop it. People are becoming aware and careful. Insha'Allah within a few days they, religion mongers, will feel the power of revolution and renaissance of people.

দুনিয়াতে খেলাফত করাই হলো আমাদের মূল এবাদত। We will establish the sovereignty of Allah.

আমরা আল্লাহর খেলাফত করব। দুনিয়াতে খেলাফত করাই হলো আমাদের মূল এবাদত। প্রশ্ন হতে পারে, তাহলে আমল কী জন্য? বস্তুত খেলাফত করার জন্য আপনার চরিত্র লাগবে, আধ্যাত্মিক প্রশিক্ষণ লাগবে, শারীরিক প্রশিক্ষণ লাগবে, আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে, সুশৃঙ্খল হতে হবে- আর এগুলোর জন্যই মূলত আমলের বিধান দেওয়া হয়েছে। We are struggling for establishing the sovereignty of Allah. Our main ambition, worship is to establish His sovereignty throughout the world. One can ask then why will we perform Amal (righteous deed)? Of course we will do Amal but all those Amals are for enriching our characteristic and our spiritual and physical abilities. Moreover Amals will teach us the way of remain united and disciplined and one needs these attributes to fulfill the responsibilities as a vicegerent of Allah

তোমাদের মুক্তির জন্য দাঁড়িয়েছি । Stand for your salvation.

মানুষ আজ ধর্মের প্রতি আস্থাহীন। যারা ধর্মের দিকে যাচ্ছে, তারা কোনো পার্থিব সমাধানের আশায় যাচ্ছে না, ধর্ম তাদের কাছে কেবলই পারলৌকিক বিষয়। ধর্ম দিয়ে মানবজীবনের কোনো সমস্যার সমাধান হবে সেটা তারা বিশ্বাস করে না। এমন একটি সময়ে দাঁড়িয়ে হেযবুত তওহীদ বলছে- হ্যাঁ, সঙ্কটের সমাধান হবে, ইসলাম দিয়েই হবে। ইনশা’আল্লাহ তওহীদের ভিত্তিতে নতুন সভ্যতার জন্ম হবে। মানুষ পাবে মুক্তির স্বাদ। কিন্তু পরিহাসের বিষয় হলো- যারা ইসলামের ধ্বজাধারী সেজে আছে, ইসলামের হর্তাকর্তা সেজে আছে, আমাদেরকে সহযোগিতা করার বদলে তারাই আমাদের প্রধান প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে।
Present era people has became apathetic about religion. Religion is now become a way of redemption in afterlife, it has no appeal in worldly circumstances. Even people do not believe that it could be a formula for solving every problems of our life. On this circumstances Hezbut Tawheed is saying that all of our crisis could be resolved by Islam. InShaAllah we will establish a new civilization basis on Tawheeed, soverignity of Allah. We will ensure the absolute freedom of human being.
It was natural to get help from the religious scholars of this society when we are working for establishing it but the matter of sorrow is they had become the greatest obstacle of our path.


মানুষ হিসেবে আমাদের কাজ কী? What is our duty as human beings?

কিছু কাজ আছে যেগুলো প্রাণী হিসেবে মানুষকে করতে হয়। অন্যান্য প্রাণীরাও সেগুলো করে, মানুষও যেহেতু একটি প্রাণী কাজেই তাকেও করতে হয়। যেমন খাওয়া-দাওয়া, ঘুম, বংশবিস্তার ইত্যাদি। কিন্তু মানুষ হিসেবে, স্রষ্টার রুহধারী আশরাফুল মাখলুকাত হিসেবে মানুষের কাজ কী? এই প্রশ্নের উত্তর জানার নাম আকীদা। আমাদেরকে জানতে হবে আমরা কেন পৃথিবীতে এসেছি, এখানে আমাদের মূল কাজ কী, আমাদের জীবনের সফলতা কোথায় আর ব্যর্থতা কোথায়।
There are some tasks that humans have to do like other creatures as human beings are also a part of these creatures and those are eating, sleeping, reproduction and others.
However, as a human being, the supreme creatures among all creation, what is the responsibilities of him? To know the answer of this question is Aqidah.
It is mandatory for all of us to know the answer of this basic question, why we are here? What is our prime responsibility, main job over here?
Please visit the link to know the answers...



একটা বছর মুক্তভাবে কথা বলতে দিন। Give me a chance to talk freely for one year.

আমাদের আলেম-ওলামারা শতশত বছর ধরে বংশ পরম্পরায় ওয়াজ করছেন। সাধারণ ধর্মপ্রাণ মানুষ সওয়াবের আশায় তাদের ওয়াজ শুনেছে। কিন্তু জাতির কল্যাণে তাদের এই ওয়াজ আজ পর্যন্ত কোন ভূমিকা রাখতে পারে নাই। সমাজের অন্যায় নিমূর্লে তাদের এই ওয়াজ কোনো কাজে আসেনি। উপরন্তু তাদের এই ওয়াজের দ্বারা বহু সাম্প্রদায়িক দাঙ্গাসহ সমাজে নানারকম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। হেযবুত তওহীদের নিবেদিত কর্মীরা যখন জাতির কল্যাণে নিঃস্বার্থ ভাবে কাজ করে যাচ্ছে তখন সেই ওয়াজকারীদের অনেকেই আমাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। উস্কানিমূলক কথা বলে তারা জনগণকে আমাদের বিরুদ্ধে ক্ষিপ্ত করতে চাচ্ছে। মিথ্যাচার করে, জনগনকে উস্কানি দিয়ে, জনগনের ধর্মীয় অনুভুতিকে কাজে লাগিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর পায়তারা করছে তারা। এদেশের জনগন হেযবুত তওহীদের এমামের কথা শুনেনি। তারা তো শত শত বছর ওয়াজ করেছে, হেযবুত তওহীদের এমামকে মাত্র ১ বছর মুক্তভাবে কথা বলতে দেওয়া হোক। তখন দেখা যাবে এ দেশের কোটি কোটি মানুষ কার পক্ষে। Our scholars have been practicing the lineage by holding the position of ‘Islamic Orators’ till hundred of years. Ordinary religious people are hearing their voices in anticipation of the reward. However, their religious speech has not played any role for the welfare of the nation till today. This religious speech has not worked to eradicate turmoil of society. In addition, their chaos has given birth of many chaos in the society including several communal riots.
While the dedicated members of Hezbut Tawheed are working, without any materialistic deed, for the welfare of the nation, many of those so called ‘Orators’ are making false propaganda against us. By provocative words, they are trying to seduce and retaining the people against us. Furthermore, they are trying to commit terrorist acts by falsely provoking the mass, exploiting the religious sentiment of the mass.

The total mass was unable to hear the speech of Hezbut Tawheed’s Emam (leader). They have delivered so called their speech by claiming those as religious speech for hundreds of years. Let him, the leader of Hezbut Tawheed, speak freely for only one year and then see the result. The position of billion of people will be clear to everyone.

তোমাদের ধর্ম পরিচয় মিথ্যা ।। Your Religious faith is useless.

হে মানুষ, তোমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি কর। মসজিদে যাচ্ছ, নামাজ পড়ছ, হজ করছ, রোজা রাখছ- শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। হে মানুষ, তোমরা কেউ কেউ নিজেদের হিন্দু বলে পরিচয় দিচ্ছ, মন্দিরে যাচ্ছ, প্রার্থণা করছ, উপবাস থাকছ ভগবানকে পাওয়ার জন্য। হে মানুষ, তোমরা কেউ কেউ নিজেদের খ্রিষ্টান দাবি করছ, গীর্জায় যাচ্ছ, রবিবারের প্রার্থণায় সবাই মিলিত হচ্ছ, বাইবেল পাঠ করছ- গডকে পাওয়ার জন্য। প্রত্যেকেই প্রতিটি কাজ করছেন জান্নাত-স্বর্গ-হেভেনে যাওয়ার জন্য। আমি বলতে চাই, তোমরা যদি এই মানজাতিকে শয়তানী শক্তি, দাজ্জালের (চাকচিক্যময় প্রতারকের) কবল থেকে রক্ষা না কর তবে তোমাদের ধর্ম পরিচয় সত্য হবে না।

O humankind, Some among you are claiming yourselves as Muslims. You are praying Salah (prayers), maintaining fast (Saom), going for Hazz. All you are doing for the sake of Allah, for achieving the Jannah, Heaven.
.
Some among you are claiming yourselves as Hindu. You are worshiping at temple, doing rituals and maintaining fast, only and only for the sake of pleasing the Creator.
.
O humankind, you are calling yourselves Christians. Praying and gathering at church in a week; reciting Bible. You are also doing this for going to the heaven.
.
Clearly I am declaring you all, If you people do not come ahead today to save the humankind from the shackles of Dajjal, your religious faith is useless, totally useless and will go in vain.

যে সভ্যতা নারীকে পণ্য বানিয়েছে, সে সভ্যতা নারীর মুক্তি দিতে পারবে না।

একটি সমাজের অর্ধেক জনশক্তিই হচ্ছে নারী। সেই অর্ধেক জনশক্তিকে বাদ দিয়ে একটি জাতি কখনোই প্রগতিশীল হতে পারে না। অথচ আমাদের সমাজে আজও নারীদেরক...