বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯

মানুষের হুকুম মানাই সবচেয়ে বড় শিরক! Obeying Human-made systems except Allah is the Biggest Shirk.

আল্লাহর হুকুম মানতে হবে পরিপূর্ণভাবে। কিছু মানবেন আল্লাহর হুকুম, আবার কিছু মানবেন মানুষের হুকুম, তাহলে সেটা হবে শিরক। বর্তমানে ব্যক্তিগত জীবনে নামাজ-রোজা ইত্যাদির হুকুম মানা হয়ে থাকে, কিন্তু জাতীয় সামাজিক ইত্যাদি অঙ্গনে আল্লাহর হুকুম প্রত্যাখ্যান করে মানুষের তৈরি বিধান মানা হয়। এটি যদি শিরক না হয় তাহলে শিরক কাকে বলে? কিন্তু এই মহাসত্যটি জাতিকে শেখানো হয় নাই। ফলে জাতি তওহীদে ঐক্যবদ্ধ হবার গুরুত্ব বুঝতে পারছে না। হেযবুত তওহীদ চেষ্টা করছে আল্লাহর হুকুমের ভিত্তিতে সবাইকে ঐক্যবদ্ধ করার জন্য। One must obey the order of Allah completely. You can not obey Allah in some places and obey human made orders in some places. If you did, it would be Sherk (polytheism). At the present time we are maintaining our personal life and doing Salah (prayer), Saom (fasting) according to the order of Allah but spending our social and political life according to the human made rules and regulations. If it is not a Sherk, then what will be? However, this greatest truth has not been taught to the nation and as a result, the nation does not understand the importance of becoming united under the banner of Tawheed. We, Hezbut Tawheed, are calling everyone to unite all on the basis of Allah's commandments.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

যে সভ্যতা নারীকে পণ্য বানিয়েছে, সে সভ্যতা নারীর মুক্তি দিতে পারবে না।

একটি সমাজের অর্ধেক জনশক্তিই হচ্ছে নারী। সেই অর্ধেক জনশক্তিকে বাদ দিয়ে একটি জাতি কখনোই প্রগতিশীল হতে পারে না। অথচ আমাদের সমাজে আজও নারীদেরক...