বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯

দুনিয়াতে খেলাফত করাই হলো আমাদের মূল এবাদত। We will establish the sovereignty of Allah.

আমরা আল্লাহর খেলাফত করব। দুনিয়াতে খেলাফত করাই হলো আমাদের মূল এবাদত। প্রশ্ন হতে পারে, তাহলে আমল কী জন্য? বস্তুত খেলাফত করার জন্য আপনার চরিত্র লাগবে, আধ্যাত্মিক প্রশিক্ষণ লাগবে, শারীরিক প্রশিক্ষণ লাগবে, আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে, সুশৃঙ্খল হতে হবে- আর এগুলোর জন্যই মূলত আমলের বিধান দেওয়া হয়েছে। We are struggling for establishing the sovereignty of Allah. Our main ambition, worship is to establish His sovereignty throughout the world. One can ask then why will we perform Amal (righteous deed)? Of course we will do Amal but all those Amals are for enriching our characteristic and our spiritual and physical abilities. Moreover Amals will teach us the way of remain united and disciplined and one needs these attributes to fulfill the responsibilities as a vicegerent of Allah

1 টি মন্তব্য:

  1. আপনি সঠিক বলেছেন। আমাদেররেক সৃষ্টিই করা হয়েছে শুধুমাত্র আল্লাহর খেলাফত করার জন্য। এটাই আমাদের মূখ্য এবাদাত।

    উত্তরমুছুন

যে সভ্যতা নারীকে পণ্য বানিয়েছে, সে সভ্যতা নারীর মুক্তি দিতে পারবে না।

একটি সমাজের অর্ধেক জনশক্তিই হচ্ছে নারী। সেই অর্ধেক জনশক্তিকে বাদ দিয়ে একটি জাতি কখনোই প্রগতিশীল হতে পারে না। অথচ আমাদের সমাজে আজও নারীদেরক...