সেনাবাহিনীর ইউনিফর্ম পরা দেখলে যেমন বোঝা যায় যে সৈনিক তেমনি আজ ইসলামেরও লেবাস বা ইউনিফর্ম দাঁড়িয়ে গেছে। যেটা দেখলে মনে হয় যে ইসলাম এসে গেছে। কিন্তু লেবাস ইসলাম নয়।
আমাদের রসুল আরব ছিলেন তিনি আরবের পোশাক পরতেন। আরবের অন্যান্য লোকেরাও সেটা পরত। তাই বলে আরবের পোশাক মানেই ইসলামের পোশাক নয়। ইসলাম এসেছে সমগ্র মানবজাতির জন্য, সমগ্র পৃথিবীর জন্য। তিনি যে সত্য প্রতিষ্ঠার জন্য এসেছেন সেটার সঙ্গে আরবীয় লেবাসের কোনো সম্পর্ক নেই। আজকে লেবাসকেই ইসলাম বানিয়ে ফেলা হয়েছে।
আমরা এই বিকৃতির বিরুদ্ধে। রসুলাল্লাহ কর্তৃক উম্মাহর উপর অর্পিত মুখ্য কর্তব্য পালন করার পর কেউ যদি রসুলাল্লাহকে ভালোবেসে তাঁর ব্যক্তিগত অভ্যাস অনভ্যাসকে অনুসরণ করে সেক্ষেত্রে অতিরিক্ত সওয়াব হতে পারে কিন্তু সেটাকেই ইসলাম বানিয়ে ফেলা ভুল হবে।
A person could easily recognize one's profession from his attire such as one can identify a military personnel from his military uniform. Like this, nowadays a concept set into our mind that Islam has also a 'definite uniform' as like other religions and professions. Yet, this is a false concept. There is no 'definite uniform' mentioned in Islam.
.
Our Prophet Muhammad (pbuh) was an Arabic and so he adorned himself with Arabic dresses as other Arabs did. Thus, only for this reason no one can say that Prophet's dress is a mandatory part of Islam. The Great and Merciful sent this Deen (system), Islam for the whole world, for the welfare of whole humankind. The ideology The Messenger was trying to establish has no connection with Arabic attires.
.
We, Hezbut Tawheed, are saying against this distortion. First do the mandatory tasks and then if someone tried to adorn himself with dresses like Prophet (pbuh), for thinking of gaining extra reward; he is welcomed. As that would completely depend on his personal choice but it would be wrong if someone made it as a mandatory part of Islam.
ইসলাম মানেই দাঁড়ি-টুপি নয়। আজকাল অনেকে ধার্মিকের ভেক ধরে অধার্মিকের কাজ করছে।
উত্তরমুছুন