সোমবার, ৫ আগস্ট, ২০১৯

হোসাইন মোহাম্মদ সেলিম- Hossain Mohammad Salim । The Honorable Emam of Hezbut Tawheed.

হেযবুত তওহীদের মাননীয় এমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিম ২৮ নভেম্বর ১৯৭২ ঈসায়ী সালে নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার পোরকরা গ্রামের এক অতি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা জনাব নুরুল হক এবং মাতা হোসনে-আরা বেগম। তিনি স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে পার্শ্ববর্তী বিপুলাসার আহম্মদ উল্লাহ উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৯ সালে এস.এস.সি পাশ করেন। লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ থেকে ১৯৯১ সালে এইচ.এস.সি এবং একই কলেজ থেকে ১৯৯৩ ইং সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৬-৯৭ শিক্ষাবর্ষে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। পড়ালেখা শেষ করে তিনি ব্যবসা-বাণিজ্যকে জীবিকা নির্বাহের মাধ্যম হিসাবে গ্রহণ করেন।
তিনি ১৯৯৯ সালের ২০জানুয়ারী টাঙ্গাইলের করটিয়ার জমিদার বাড়ির দাউদ মহলে প্রথমবারের মতো মাননীয় এমামুযযামান মোহাম্মাদ বায়াজীদ খান পন্নী সংস্পর্শে আসেন এবং একই মাসে হেযবুত তওহীদ আন্দোলনে যোগদান করেন। ২০১২ সালের ১৬ জানুয়ারি মহামান্য এমামুযযামানের ইন্তেকালের পর আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী সর্বসম্মতিক্রমে তিনি হেযবুত তওহীদের এমামের দায়িত্ব গ্রহণ করেন।
তাঁর গতিশীল নেতৃত্বে মানবতার কল্যাণে নিবেদিত একদল কর্মীকে নিয়ে এগিয়ে চলেছে হেযবুত তওহীদ। তিনি মনে করেন, দেশের কল্যাণে কাজ করা একজন মো’মেনের ঈমানী কর্তব্য। দেশের নাগরিক হিসেবে দেশকে রক্ষা করা তাঁর প্রথম এবাদত। মদীনাকে যেমন রসুলাল্লাহ (স.) ও তাঁর আসহাবরা রক্ত দিয়ে রক্ষা করেছেন, তেমনি এই বাংলার মাটিকে যাবতীয় সন্ত্রাসের হাত থেকে রক্ষা করা এখন আমাদের মূখ্য কর্তব্য।

জঙ্গিবাদ, ধর্মান্ধতা, অপরাজনীতি, সাম্প্রদায়িকতা, ধর্মব্যবসাসহ চলমান যাবতীয় সকল অন্যায় থেকে জাতিকে মুক্ত করার লক্ষ্যে তিনি একটি আদর্শ তুলে ধরেছেন এবং সেই আদর্শের উপর জাতিকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে তিনি দেশব্যাপী জনসভা, আলোচনা অনুষ্ঠান, সেমিনার ইত্যাদির মাধ্যমে সর্বাত্মক প্রচারের কাজ করে যাচ্ছেন।

Hossain Mohammad Salim, the honorable Emam of Hezbut Tawheed was born on November 27, 1972 from a very ordinary family of Porkara village of Sonaimuri in Noakhali district. His father is Mr. Nurul Haque and mother Hussne-Ara Begum. He has completed his primary education from the local government primary school and passed the SSC from nearby Bipulasar Ahmed Ullah High School. He fulfilled HSC from Laksham Nawab Faizunnesa Government College and from the same college in 1993; he achieved first class in graduate exam that was under National University. In 1996-97 academic year, he earned Masters Degree in Political Science from Jagannath University. After completing his studies, he took up business as a means of livelihood.
In 16 January 1999, he came in Daud Mahal of the zamindar house of karatiain in Tangail and for the first time contacted with honorable Emamuzzaman Muhammad Bayazeed khan Panni. In the same month, he joined in Hezbut Tawheed movement. At 16 January 2012, after the death of emamuzzaman, he took the responsibility of the `Emam’ of Hezbut Tawheed unanimously and surely it was Allah’s decision.
Under his dynamic leadership, Hezbut Tawheed is moving forward with some people those are dedicated to the welfare of humanity. He believes that, as a citizen of the country it is the duty of a Momen to work for the welfare of country. Just as the messenger of Allah and his companions protected the Madinah from enemy, we also should protect the land of our country from all kind of terrorism.
He has propounded an ideology aiming to liberate the nation from all the wrongs are going on like as terrorism, fanaticism, sectarianism, religion mongering etc. Moreover, in order to uniting the nation on that ideology, he has been doing all kind of publicity through media, public meetings, seminars, rally etc.


৮টি মন্তব্য:

  1. আগে জানতাম না হেদায়াহ কি, তাকওয়া কি? মহামান্য এমামুযযামানের আলোচনায় পরিস্কার বুঝতে পেরেছি, এজন্য মহান আল্লাহর দরবারে জানাই লক্ষ কোটি শুকরিয়া এবং মহামান্য এমামুযযামানের প্রতি দরুদ ও সালাম। এবং মাননীয় এমামকে জানাই আত্নার অন্তস্থল থেকে বিনম্র শ্রদ্ধা।

    উত্তরমুছুন
  2. হেযবুত তওহীদের মাননীয় এমাম,যিনি এতবড় দায়িত্ব কাঁধে নিয়েছেন আল্লাহ তাঁর মঙ্গল করুক এবং সবকিছু সহজ করে দিক।

    উত্তরমুছুন
  3. হেযবুত তওহীদ এবং এই আন্দোলনের মাননীয় এমামের দীর্ঘায়ু কামনা করছি।

    উত্তরমুছুন
  4. বাংলা দেশ সহ সমস্ত বিশ্ব বিবেকের কাছে প্রতিনিয়তই তিনি আহব্বান করে যাচ্ছেন, মানুষকে প্রকৃত শান্তীর পথের সন্ধান দিচ্ছেন, যদিও কিছু কূপমন্ডূক তাঁরমত মানুষেরও বিরোধিতা করছে। তার পরেও তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন বিশ্ববিবেক কে জাগ্রত করতে। এক শুমহান কর্ম তিনি করে যাচ্ছেন সম্পূর্ণরুপে নিজেদের কষ্টার্জিত অর্থ দিয়ে। আমি তাঁর সর্বাঙ্গীন কল্যাণ ও সাফল্য কামনা করি।

    উত্তরমুছুন
  5. হেজবুত তাওহীদ সত্য ইসলাম নিয়ে দাড়িয়েছে।

    উত্তরমুছুন
  6. হেযবুত তওহীদ এবং এই আন্দোলনের মাননীয় এমামের সর্বাঙ্গীন কল্যাণ ও সাফল্য কামনা করি।

    উত্তর

    উত্তরমুছুন

যে সভ্যতা নারীকে পণ্য বানিয়েছে, সে সভ্যতা নারীর মুক্তি দিতে পারবে না।

একটি সমাজের অর্ধেক জনশক্তিই হচ্ছে নারী। সেই অর্ধেক জনশক্তিকে বাদ দিয়ে একটি জাতি কখনোই প্রগতিশীল হতে পারে না। অথচ আমাদের সমাজে আজও নারীদেরক...