শনিবার, ১০ আগস্ট, ২০১৯

দাড়ি-টুপিকে কারা অপরিহার্য বিষয় করে তুলল?। Who made `topi-beard’ as a compulsory part of Islam?

একটি হচ্ছে মূখ্য বিষয় আরেকটি হচ্ছে গৌণ বিষয়। একটি ফরজ, বাধ্যতামূলক আরেকটি সুন্নত, নফল। ইসলামের বুনিয়াদ, মূল পাঁচটি। ঈমান, সালাত, সওম, হজ, যাকাত এবং অপরদিকে কর্মসূচীর দফা পাঁচটি ঐক্য, শৃঙ্খলা, আনুগত্য, হেযরত, জেহাদ। এই দশটি বিষয় নিয়ে ইসলাম। এই মূখ্য বিষয়গুলোকে দাড়ি-টুপির কোনো কথা আছে কী? গাড়ি নষ্ট হয়ে পড়ে রয়েছে গাড়ির ইঞ্জিন আগে ঠিক করুন, গাড়ি চলবে। নষ্ট গাড়িতে রঙ করে কোনো লাভ হবে না। One is compulsory and another is optional. Islam is situated on five pillars, Tawheed (Iman), Salah, Siam, Haj, Jakah and on the other hand Islam has five clauses, Unity, discipline (hear the words of leader), obedience (fulfil the words of leader), defection (leave dis-believer and all the turmoil) and jihad (do works for spreading Islam, work for the betterment of humankind). Islam is made by this 10 things. Is there any clause, among them, saying about topi and beard? First repair the disable car and then put color over it. There will be no benefit by putting color on a crocked car.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

যে সভ্যতা নারীকে পণ্য বানিয়েছে, সে সভ্যতা নারীর মুক্তি দিতে পারবে না।

একটি সমাজের অর্ধেক জনশক্তিই হচ্ছে নারী। সেই অর্ধেক জনশক্তিকে বাদ দিয়ে একটি জাতি কখনোই প্রগতিশীল হতে পারে না। অথচ আমাদের সমাজে আজও নারীদেরক...