রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৯

সিফফিন ও উষ্ট্রের যুদ্ধ, আপনাদের অভিমত কী? । The Battle of Siffin and Jamal, What is your opinion?

এ ধরনের বিচ্ছিন্ন ঘটনারগুলোর জন্য অবশ্যই ইসলাম দায়ী নয়। সিফফিন ও উষ্ট্রের যুদ্ধ ইসলামে ইতিহাসের সবচেয়ে অনাকাঙ্খিত ও দুঃখজনক ঘটনাগুলোর অন্যতম। যুদ্ধগুলো মূলত কিছু স্বার্থান্বেষী মুনাফিক ও ইহুদিদের গভীর ষড়যন্ত্রের কারণে সংঘটিত হয়েছিল। জাতির ঐক্য নষ্ট করার জন্য তারা মুসলিমদের মধ্যে ভুল বুঝাবুঝির সৃষ্টি করে পরষ্পরের মধ্যেই যুদ্ধ বাঁধিয়ে দিয়েছিল। যুদ্ধ সংঘটিত হলেও মুসলিমরা তখনও আল্লাহর হুকুম প্রত্যাখ্যান করেননি। তারা পুনরায় ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর বিধান অনুযায়ী জাতি পরিচালনা করেছিলেন। রসুল উপেক্ষিত, অবহেলিত, নিপীড়িত আরব জাতিকে ঐক্যবদ্ধ করে একটি গতিশীল জাতিতে পরিণত করে দিয়ে গিয়েছিলেন। পরবর্তীতে তাঁর রেখে যাওয়া দায়িত্ব পালন করেছিলেন খুলাফায়ে রাশেদিনরা। তাঁরা ইসলামের মহান আদর্শ নিয়ে পৃথিবীর চারদিকে ছড়িয়ে পড়েছিল। ফলে বহু মানুষ দলে দলে ইসলামে এসেছিল, যদিও এদের অনেকেই ইসলাামের প্রকৃত আকিদা না বুঝেই এসেছিল শুধুমাত্র নিজ স্বার্থে। তাঁদের সময়কালে এসব ইহুদিরা মাথাচাড়া দিতে না পারলেও উনাদের বিদায়ের পরে তারা ঠিকই ষড়যন্ত্রে লিপ্ত হয়। যাই হোক, এখন আমাদের উচিৎ হবে এমন দুঃখজনক ঘটনা নিয়ে পুনরায় দ্বন্ধে লিপ্ত না হয়ে এ থেকে শিক্ষা নিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করা। You can not blame Islam for these isolated incidents anywise. The battle of Siffin and the battle of Jamal (battle of camel) are one of the most undesired and tragic events in Islam’s history. Though the wars took place between the two sides of Muslims but behind this there were deep conspiracy of Jews and some egoistic hypocrites. In order to ruin the unity of the nation, they bounded war between Muslims by creating misunderstandings. Though wars took place, Muslims did not refuse Allah’s commands. They reunited and led the nation according to the laws of Islam. Rasul (S.A) made the Arab nation united and extremely dynamic those who were neglected and disregarded. Subsequently, the caliphs (Ra.) maintained his kept duties. They spread around the world with the great ideology of Islam. As a result many people came under the banner of Islam in groups, though many of them did not understand the real identity of Islam and they came here only for fulfilling their own interests. During this period, these Jews could not raise their head but after the departure of messenger (S.A) and caliphs (Ra.) they were involved in conspiracy against Islam. Anyway, now we should take a lesson from these incidents and unite the nation instead of involving in conflicts.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

যে সভ্যতা নারীকে পণ্য বানিয়েছে, সে সভ্যতা নারীর মুক্তি দিতে পারবে না।

একটি সমাজের অর্ধেক জনশক্তিই হচ্ছে নারী। সেই অর্ধেক জনশক্তিকে বাদ দিয়ে একটি জাতি কখনোই প্রগতিশীল হতে পারে না। অথচ আমাদের সমাজে আজও নারীদেরক...