বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯

আমার বক্তব্যকে টুইস্ট করে অপপ্রচার করা হচ্ছে! । My speech is being propagated by twisting!

আমি আমার কথাগুলোকে শ্রোতাদের সামনে যেভাবে তুলে ধরি, সেভাবে তুলে না ধরে স্বার্থান্বেষী ধর্মব্যবসায়ীরা আমার পুরো বক্তব্য থেকে কাটিং করে খণ্ডিতভাবে উপস্থাপন করে থাকে, যার ফলে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়। বস্তুত টুইস্ট করতে তারা অতিশয় পটু। তারা জানে কীভাবে কোন বক্তব্য উপস্থাপন করলে এবং কীভাবে কাট-ছাট করা হলে মানুষ ওই বক্তব্য শুনে ভুল বুঝবে। তবে তারা যদি ভেবে থাকে এভাবে কূট-কৌশল করেই সত্যের উদ্ভাসকে ঠেকিয়ে দিতে পারবে তাহলে সেটা ভুল ভাবনা। তাদের সমস্ত অপকৌশলকে ধূলিসাৎ করে অচিরেই আল্লাহ তাঁর সত্যদীনের বিজয়কে সুনিশ্চিত করবেন ইনশা’আল্লাহ। Instead of presenting my actual words before the mass, some self-interested religion mongers carp my entire lecture and present it in pieces according to their wants which cause confusions among the public. In fact, they often change my speech. They know how to present a statement and how to modify it by which they can easily provoke people and misguide them. However, if they think that they can prevent the manifestation of truth by using such tactics then it is totally a misunderstanding. InShaAllah, Allah will ensure the victory of his Deen (True system).

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

যে সভ্যতা নারীকে পণ্য বানিয়েছে, সে সভ্যতা নারীর মুক্তি দিতে পারবে না।

একটি সমাজের অর্ধেক জনশক্তিই হচ্ছে নারী। সেই অর্ধেক জনশক্তিকে বাদ দিয়ে একটি জাতি কখনোই প্রগতিশীল হতে পারে না। অথচ আমাদের সমাজে আজও নারীদেরক...