সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯

গীরিশচন্দ্র সেন কি কম জানতেন । Did Girish Chandra Sen knew any less?

একটি আলোচনা সভা অনুষ্ঠানে একজন প্রশ্ন করলেন, “গীরিশচন্দ্র সেন কি কম জানতেন?” তিনি এই প্রশ্নের মাধ্যমে ঠিক কি বোঝাতে চেয়েছেন তা তিনিই ভালো বলতে পারবেন। কিন্তু একটা স্বীকারোক্তি অন্তত তার বক্তব্যে ওঠে এসেছে। সেটা হলো, উঁচু স্তরের পণ্ডিত তথা জ্ঞানী বা আলেম (আলেম অর্থ জ্ঞানী) হতে হলে মাদ্রাসায় পড়া অপরিহার্য নয়। তাহলে এই কথাটা আমাকে কেন বারবার শুনতে হয়, “আপনি কোন্ মাদ্রাসায় পড়েছেন?গীরিশচন্দ্র সেন তো কোনো মাদ্রাসায় পড়ে এত পাণ্ডিত্য অর্জন করেন নি, তাহলে সেই আলেম সাহেবদের এত পাণ্ডিত্যের অহংকার কোথা থেকে আসে, যেখানে তারা তাদের এলেম অর্থাৎ জ্ঞানকে ব্যবসার পুঁজি হিসেবে ব্যবহার করছে? আমাদের সমাজে একটি বদ্ধমূল ধারণা প্রচলিত রয়েছে যে, মাদ্রাসায় না পড়লে কেউ আলেম হতে পারবে না। কিন্তু আদতে তা নয়। যে শিক্ষা ও জ্ঞান মানবতার কল্যাণে নিয়োজিত হয় না, সেটি প্রকৃত জ্ঞান নয়। সে জ্ঞান বিষাক্ত। জ্ঞানকে পুঁজি করে আমাদের পণ্ডিত ও আলেমরা ব্যবসা করে খাচ্ছে, যার কারণে আমাদের সমাজে এত এত আলেম, মুফতি, ,মুহাদ্দিস থাকা সত্বেও তারা মুসলিম জাতিকে সাম্রাজ্যবাদীদের থাবা থেকে রক্ষা করতে পারছে না। প্রকৃত জ্ঞানী তারাই, যারা মোমেন। মোমেনরা জাতির জন্য, মানবতার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করতে প্রস্তুত থাকে। আজ আমাদের সমাজেরও মোমেনের দরকার, তাহলেই জাতি বাঁচবে, মানবতা বাঁচবে। At an outdoor program, someone talked about Girish Chandra Sen. His question was, "did Girish Chandra Sen knew any less?" Not sure, what the questioner intended to tell. However, one confession came from his tongue. That is, it is not necessary to attend a madrasa if you want to become high scholars. So why do I have to hear this word again again that, "Which madrassa have you attended?" Girish Chandra Sen has not achieved such scholarship from any madrasa, so where does the arrogance of these so-called scholars come from? A preconception has established in our society that, only madrasa-educated persons are scholars, no others can be scholars. However, it is wrong. The education and knowledge, which do not come to any good to the humanity, is not true knowledge, that knowledge is poisonous. The knowledge by which the so-called scholars are using for their own interest and doing business in the name of religion is not true knowledge at all. That is why even after having so many Mufti, Muhaddis, Peer, Masayekh, not an inch of land of Muslims can be saved from enemies. True scholars are those who are Momens and Momens do not live for himself, they sacrifice everything for others and the whole humanity. Today, Muslims needs to become Momens and only then, we would be able to save our lands, save our nation, and save the whole humankind.

৩টি মন্তব্য:

  1. আপনার বক্তব্যের কোন তুলনা হয় না।বাস্তব সত্য কথাগুলা তুলে ধরেন।

    উত্তরমুছুন
  2. অনেক সুন্দর জবাব দিয়েছেন আপনি।

    উত্তরমুছুন
  3. আপনি যে প্রশ্ন উত্তর দিয়েছেন তা অত্যন্ত উত্তম জবাব দিয়েছেন

    উত্তরমুছুন

যে সভ্যতা নারীকে পণ্য বানিয়েছে, সে সভ্যতা নারীর মুক্তি দিতে পারবে না।

একটি সমাজের অর্ধেক জনশক্তিই হচ্ছে নারী। সেই অর্ধেক জনশক্তিকে বাদ দিয়ে একটি জাতি কখনোই প্রগতিশীল হতে পারে না। অথচ আমাদের সমাজে আজও নারীদেরক...