সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯

জঙ্গিবাদের সাথে ইসলামের সম্পর্ক নেই। Islam does not have any relation with militancy.

বর্তমানে সাম্রাজ্যবাদী পরাশক্তিধরদের প্রধান টার্গেট হচ্ছে ইসলাম। ইতোমধ্যেই ইরাক, সিরিয়া, লেবাননসহ বহু মুসলিমরাষ্ট্রকে তারা মৃত্যকূপে পরিণত করেছে, যার বলি হয়েছে কোটি কোটি মুসলমান। ইসলাম থেকে কথনোই জঙ্গিবাদের উৎপত্তি হয়নি, হয়েছে সাম্রাজ্যবাদীদের থেকেই। দুই পরাশক্তিধর রাষ্ট্র রাশিয়া ও আমেরিকা তাদের সামরিক শক্তি প্রদর্শনের জন্য সিরিয়ার ভূমি ব্যবহার করে আসছে, যে সিরিয়া এখন যুদ্ধে লীলাভূমি। তারা মধ্যপ্রাচ্যসহ মুসলিম দেশগুলোতে এক জাতিবিনাশী ধর্মব্যবসায়ীশ্রেণী তৈরি করল, যারা জনগণের ধর্মীয় চেতনাকে কাজে লাগিয়ে ইসলামের ভুল ব্যখ্যা দিতে থাকে। ফলে ইসলামের সঠিক আদর্শ না জানার কারণে লক্ষ লক্ষ জনগণ জেহাদী চেতনায় উদ্বুগ্ধ হয়ে ভয়াবহ জঙ্গিবাদের দিকে ধাবিত হচ্ছে। আর বদনাম হচ্ছে ইসলামের। হেযবুত তওহীদের বক্তব্য হচ্ছে, জঙ্গিবাদের সাথে ইসলামের কোন সম্পর্ক নেই। বর্তমানে প্রকৃত ইসলামের আদর্শ নেই বলে তা প্রতীয়মান হচ্ছে না। একটি শ্রেণী ধর্মকে কুক্ষিগত করে ব্যবসা করছে, ধর্মের প্রকৃত রূপ তুলে ধরছে না। ফলে জাতি আজ বিপর্যস্ত। তারা এই সমস্যার সমাধান পাচ্ছে না। আমরা হেযবুত তওহীদ ইসলামের সেই প্রকৃত আদর্শ তুলে ধরছি যার মাধ্যমেই দূর হবে এই ভয়াবহ সমস্যা।
In our present world, Islam is the prime target of imperialist countries. Already they have turned many Muslim states into a dying place where many people were killed, such as in Iraq, Syria, Lebanon and many others.
.
Terrorism is not originated from Islam. It is made by those imperialist countries. The superpowers, Russian and America, are using Syria and other Muslim countries lands to show their military abilities. Moreover, they created a group of scholars who are mainly religion mongers who were used to motivate the people towards terrorism as they falsely interpret the Quran and hadith and provoke them towards that path.
.
Peoples have religion's sentiment in them and as a result, millions of people were being merged into dreadful terrorism because of having no basic ideology of Islam. On the other hand, for this, Islam is being humiliated.

Hezbut Tawheed says that, there is no relation in between Islam and terrorism. At present, many are not understanding it because the true form of Islam is not present in the society. A group of self-centered religious mongers are misusing the religion without preaching the true form of it.
.
As a result, the nation is inverted today. They cannot solve the problem totally. We, the Hezbut Tawheed is presenting the real ideology of Islam by which this terrible problem could be solved.

৫টি মন্তব্য:

  1. আমার জানামতে প্রকৃত ইসলাম তুলে ধরেছেন একমাএ হেযবুত তওহীদ।
    আপনার বক্তব্যে পরিস্কারভাবে বুঝা যায় যে জঙ্গিবাদের সাথে ইসলামের কোন সম্পৃক্ততা নেই।
    এগিয়ে যান।

    উত্তরমুছুন
  2. জঙ্গীবাদ বর্তমান সময়ে শান্তিময় পৃথিবীর জন্য বড় হুমকি। হেযবুত তওহীদ সংগঠনটি দীর্ঘদিন থেকে জঙ্গীবাদের বিরুদ্ধে মানুষকে সচেতন সজাগ করার জন্য জনসভা,বড়পর্দায় ভিডিও প্রর্দর্শনী,পত্রপত্রিকায় লেখা,বই প্রকাশ সহ নানা পদক্ষেপ নিয়ে কাজ করছে। আমি তাদের হৃদয় থেকে ধন্যবাদ জানাচ্ছি,এবং তাদের কর্মকান্ডকে সাধুবাদ জানাচ্ছি। বর্তমান বিশ্বের যে সকল সরকার গন শক্তিদিয়ে জঙ্গীবাদ নির্মূলের চেষ্টা করছে তাদের উচিত হেযবুত তওহীদের প্রস্তাবনা নিয়ে গুরুত্বের সাথে বিবেচনা করা।

    উত্তরমুছুন
  3. আমি আপনার সাথে একমত পেষণ করছি । আপনি ঠিক বলছেন

    উত্তরমুছুন
  4. আমি আপনার সাথে একমত পেষণ করছি । আপনি ঠিক বলছেন

    উত্তরমুছুন

যে সভ্যতা নারীকে পণ্য বানিয়েছে, সে সভ্যতা নারীর মুক্তি দিতে পারবে না।

একটি সমাজের অর্ধেক জনশক্তিই হচ্ছে নারী। সেই অর্ধেক জনশক্তিকে বাদ দিয়ে একটি জাতি কখনোই প্রগতিশীল হতে পারে না। অথচ আমাদের সমাজে আজও নারীদেরক...