বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯

আমার আর্জি। My prayer.

“হে আল্লাহ, আমরা সাধারণ গুনাহগার মানুষ একত্রিত হয়েছি তোমরা সত্যদ্বীনের কথা বলার জন্য, শোনার জন্য। আমাদের যদি কোন ভুল হয়ে থাকে তুমি ক্ষমা করে দিও। আমরা চেষ্টা করেছি তোমার দ্বীনের উদ্দেশ্য বলার জন্য, আকিদা বুঝানোর জন্য, ইসলামের উদ্দেশ্য বলার জন্য। হে আল্লাহ! আমি তো কারো মনের খবর জানি না; তোমার কাছে শুধু একটাই ফরিয়াদ, তুমি আমাদেরকে মো’মেন হওয়ার তওফিক দান কর। আমরা একটি দাজ্জালীয় অপশক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছি। তুমি ছাড়া আমাদের সাহায্য করার আর কেউ নেই। তোমাকে ছাড়া যাতে অন্য কাউকে ভয় করতে না পারি, আত্মায় সে শক্তি দাও। আমরা যেন মানবাধিকার, সাম্য, ঐক্য, শান্তি প্রতিষ্ঠা করতে পারি, সর্বপরি দীন প্রতিষ্ঠার সংগ্রামে শহিদ হতে পারি সেই তওফিক দান কর।”

“O Allah the Great and Merciful, we are ordinary human beings, sinners and have come together to learn and discuss about your true Deen, system, religion. If we did any mistakes please shower your forgiveness upon us. We have tried to explain the purpose of true Islam, gave explanations on Aqidah (comprehensive concept of Islam), described the true way to lead the life. Oh Great and Almighty! I do not know the inner concept of everyone but I would like to express and request you to grant us as a Mo'men, righteous. We unitedly stand against present materialistic civilization 'Dajjal'. You already know that none to be helped except you on this matter. Enrich and enlighten our soul by bestowing the strength so that we could establish humanity, peace, justice and unity throughout the world and finally grant our wishes to become martyrs for the struggle to establish your peaceful and rightful Deen, the true system.

৬টি মন্তব্য:

  1. আমীন। আমাকেও আপনার সাথে যেন আল্লাহ শহীদ হিসাবে কবুল করেন।

    উত্তরমুছুন
  2. "আমীন" হে আল্লাহ, আমার রব আমাকে আপনি কবুল করুন।

    উত্তরমুছুন
  3. "আমীন" হে আল্লাহ,আমার রব আমাকে আপনি কবুল করুন।

    উত্তরমুছুন
  4. "আমীন" হে আল্লাহ,আমার রব আমাকে আপনি কবুল করুন।

    উত্তরমুছুন

যে সভ্যতা নারীকে পণ্য বানিয়েছে, সে সভ্যতা নারীর মুক্তি দিতে পারবে না।

একটি সমাজের অর্ধেক জনশক্তিই হচ্ছে নারী। সেই অর্ধেক জনশক্তিকে বাদ দিয়ে একটি জাতি কখনোই প্রগতিশীল হতে পারে না। অথচ আমাদের সমাজে আজও নারীদেরক...