বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯

সময় বলবে শেষ পর্যন্ত কার পিঠে চামড়া থাকে ।। Time will tell the rest

একটি স্বাধীন, সার্বভৌম রাষ্ট্রে বাস করে একটি সত্যনিষ্ঠ, ন্যায়নিষ্ঠ আন্দোলনকে হুমকি দেওয়া দেশের প্রচলিত আইন ও আল্লাহর দ্বীনের শরীয়াতেও নিষিদ্ধ। অথচ মুফতি ফয়জুল করিম নামক জনৈক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘হেযবুত তওহীদ’ আন্দোলনকে এই বলে হুমকি দিয়েছে যে- ‘হেযবুত তওহীদকে যেখানে পাবে পিটিয়ে পিঠের চামড়া তুলে নিবে।’ হেযবুত তওহীদের বিরুদ্ধে এই ধরণের হুমকি কিংবা হিংস্রতা ছড়ানো নতুন কিছু নয়। ধর্মব্যবসায়ী একটি গোষ্ঠী দীর্ঘদিন থেকেই এই আন্দোলনের বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়ে আসছে। এছাড়াও অতীতে এই গোষ্ঠীটি সাম্প্রদায়িক বিদ্বেষ ও ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে বহু জাতিবিনাশী কর্মকান্ড ঘটিয়েছে। তাদের লেবাস, জনসংখ্যার অহংকার রয়েছে বলে দেশের আইনকেও তোয়াক্কা করছে না। তাদের বোঝা উচিত আল্লাহর সাহায্য না পেলে, জাতিকে ঐক্যবদ্ধ করতে না পারলে পিঠের চামড়া কেবল আমাদেরই নয়, কারোই থাকবে না। Threatening a sincere and upright movement by living in an independent and sovereign country, is prohibited both in the common laws of the country and the Shariah of Islam. However, a man named Mufti Faizul Karim has threatened the ‘Hezbut Tawheed’ movement through social media saying that he will beat up the skins of Hezbut Tawheed’s members wherever he will find them. This kind of threat or violence against the Hezbut Tawheed is not new. A group of religion mongers has been spreading propaganda against this movement for a long time. In the past many devastating activities were occurred by this group creating communal hatred and religious craze. They do not care about the laws of the country because of their pride, attire and popularity among the population. They should understand that without gaining help form Allah no one can unite the nation, and not only our skins but also everyone’s will be gone.

৩টি মন্তব্য:

  1. মিথ্যাবাদীদের হুংকার কোনো কাজে আসবে না। আপনি এগিয়ে চলুন। আমরা আছি আপনার সাথে।

    উত্তরমুছুন
  2. অবশ্যই মিথ্যাবাদীদের পিঠের চামড়া ইহকাল ও পরকাল দু-কালেই তুলে নেওয়া হবে। প্রকৃত সত্য এটা... এগিয়ে যাক হেযবুত তওহীদ

    উত্তরমুছুন

যে সভ্যতা নারীকে পণ্য বানিয়েছে, সে সভ্যতা নারীর মুক্তি দিতে পারবে না।

একটি সমাজের অর্ধেক জনশক্তিই হচ্ছে নারী। সেই অর্ধেক জনশক্তিকে বাদ দিয়ে একটি জাতি কখনোই প্রগতিশীল হতে পারে না। অথচ আমাদের সমাজে আজও নারীদেরক...