সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯

তালাশের বিরুদ্ধে কি বললেন আইনুন্নাহার? । Speech of Ainunnahar against Talash’s falsehood.

হেযবুত তওহীদের বিরুদ্ধে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের তালাশ অনুষ্ঠানে ব্যাপক গুজব ও মিথ্যাচার প্রচার করা হয়। ধর্মব্যবসায়ী ও তাদের অনুসারীরা এই উদ্দেশ্যমূলক মিথ্যানির্ভর অনুষ্ঠানটিকে ষড়যন্ত্রের গুটি হিসাবে ব্যবহার করছে। আইনুন্নাহার মাদকাসক্ত স্বামী দ্বারা নির্যাতিতা অসহায় এক নারী। মাদকাসক্ত স্বামীর বর্বর নির্যাতন মুখ বুজে সহ্য করে সংসার করতে না চাওয়ায় স্বামী তাকে জোর করে দীর্ঘকাল একটি ঘরে তালাবদ্ধ করে রাখে। সে সময় তাকে অবর্ণনীয় শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। এ নারকীয় জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য আইনুন্নাহার এক সময় পুলিশের শরণাপন্ন হন। যে তালাশ টিমের দায়িত্ব ছিল নির্যাতিতা এই নারীর পাশে দাঁড়ানো, সেই ক্রাইম রিপোর্টাররা তা না করে উল্টো সেই মদ্যপ স্বামীর টাকা খেয়ে তার ষড়যন্ত্রের অংশ হয়ে আইনুন্নাহারের চরিত্রহনন করতে মাঠে নামল। একান্ত পারিবারিক বিষয়কে, পারিবারিক অপরাধকে হেযবুত তওহীদের সাথে মিশিয়ে রঙ চড়িয়ে প্রচার করে তারা ধর্মব্যবসায়ীদের মুখে খোরাক তুলে দিল।
Talash, a program of Independent Television has proclaimed wide rumor and falsehood against Hezbut Tawheed. The religion mongers and their followers are using these well-planed false propaganda as their conspiracy theories.
.
Ainunnahar Ratna, a helpless women who were tortured by his drug addicted husband. As she did not want to stay with him, her husband forced her to stay in a locked room for a long time. She faced humiliation and barbaric torture from her drug addicted husband. She had nothing to do by her own except bear those unbearable physical and mental tortures. Even she went to the police to get rid of this barbaric life.
.
It was the responsibility of 'Talash' to stand beside this tortured woman. Instead of doing that, they made conspiracy with her addicted husband and tried to defame her. They mixed her personal family issues with Hezbut Tawheed and made it colorful for attracting people towards it. As a result, the religion mongers spreading it easily and also using this topic as a tool of propaganda.


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

যে সভ্যতা নারীকে পণ্য বানিয়েছে, সে সভ্যতা নারীর মুক্তি দিতে পারবে না।

একটি সমাজের অর্ধেক জনশক্তিই হচ্ছে নারী। সেই অর্ধেক জনশক্তিকে বাদ দিয়ে একটি জাতি কখনোই প্রগতিশীল হতে পারে না। অথচ আমাদের সমাজে আজও নারীদেরক...