মহিলাদের পর্দা ইসলামের সবচেয়ে বিতর্কের একটি বিষয়। বিগত হাজার বছরে এ নিয়ে লক্ষ লক্ষ কেতাব লেখা হয়ে গেছে। এ নিয়ে সারাবছর ওয়াজ করা হচ্ছে। হেযবুত তওহীদের মেয়েরা আন্দোলনের সব কাজে শালীনতার সঙ্গে পুরুষদের পাশাপাশি অংশগ্রহণ করেন। এটাকে অপপ্রচারের পুঁজি বানিয়ে ধর্মব্যবসায়ী গোষ্ঠী মানুষের সামনে হেযবুত তওহীদকে বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে। কিন্তু না, হেযবুত তওহীদে পর্দা বা হেজাব করার নীতি পুরোপুরিই ইসলামসম্মত। আল্লাহ যা বলেছেন, রসুলের নারী আসহাবগণ যা করেছেন সেটাই আমাদের মেয়েরা মেনে চলার চেষ্টা করেন। তবে মনে রাখতে হবে, উম্মুল মোমেনীনদের হেজাবের বিধান কিন্তু পৃথক ছিল। বর্তমানে সাধারণ নারীদের উপরও রসুলাল্লাহর স্ত্রীগণের উপর যে হেজাবের হুকুম ছিল সেটাই চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আর সে আলোকেই বিচার করা হচ্ছে আমাদের নারীদের। এটা একটা ভুল।
In the present era, 'hijab' is one of the most controversial issues in Islam. Millions of books have been written in last thousands of years about this topic, many assembly and seminars have been organizing throughout the year.
.
The women of Hezbut Tawheed participate in all the activities of movement along with modesty as well as men. By making it source of propaganda, the religion mongers are trying to make Hezbut Tawheed controversial in front of the mass. However, the policy of 'hijab' that Hezbut Tawheed maintaining is completely Islamic. Our women have tried to follow what Allah and His Messenger (pbuh) said and his (pbuh) female followers did.
.
Nevertheless, it has to be remembered that the rules of hijab of the wives of Prophet (pbuh.) were different than the ordinary women. At present, women are being forced to maintain these rules of 'hijab', which was ordered by ALlah only for the wives of Prophet (pbuh), and our women are being judged by this way. It is totally wrong.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন