বুধবার, ২৮ আগস্ট, ২০১৯

দাজ্জাল কবে আসবে? দাজ্জাল দেখতে কেমন? । When will Dajjal arrive? How does Dajjal look?

দাজ্জাল অর্থ চাকচিক্যময় প্রতারক। ১৪০০ বছর আগে রসুল (স.) মানুষকে বোঝানোর জন্য দাজ্জালকে রূপকভাবে বর্ণনা করেছেন। এমামুযযমান জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নী তাঁর লিখিত বইতে যৌক্তিক প্রমাণ করে বলেছেন ইহুদী খ্রীস্টান বস্তুবাদী ‘সভ্যতা’ই দাজ্জাল। দাজ্জালকে শুধুমাত্র মো’মেনরাই চিনতে পারবে। তাঁর লিখিত বইটি পড়ে আমরা বিশ্বাস করেছি দাজ্জাল দুনিয়াতে চলে এসেছে প্রায় পাঁচশত বছর আগেই। পুরো মানবজাতি তাকে সেজদা করছে, তাকে রব হিসেবে মেনে নিয়েছে অর্থাৎ ব্যক্তিজীবন. সমাজজীবন ও রাষ্ট্রীয়জীবন তার হুকুম অনুযায়ী পরিচালনা করছে। Dajjal means glamorous deceiver. 1400 years ago, the Prophet (Sm.) has described Dajjal as a metaphor for explaining the people. Emamuzzaman Mohammad Bayazid Khan Panni has logically proved in his written book, “Dajjal? Judio Chirstian civilization.” Only a momen can recognize the Dajjal. After reading his book we believe that the Dajjal has come into the world almost five hundred years ago. The whole humankind is prostrating him, accepted him as the lord (Rub); and maintaining their personal life, social life and state life according to its mandate.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

যে সভ্যতা নারীকে পণ্য বানিয়েছে, সে সভ্যতা নারীর মুক্তি দিতে পারবে না।

একটি সমাজের অর্ধেক জনশক্তিই হচ্ছে নারী। সেই অর্ধেক জনশক্তিকে বাদ দিয়ে একটি জাতি কখনোই প্রগতিশীল হতে পারে না। অথচ আমাদের সমাজে আজও নারীদেরক...