আমরা নারী পুরুষ একসাথে কেন মিটিং করি সেটা জানতে হলে ইসলামের প্রকৃত ইতিহাস সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে। দেখতে হবে আল্লাহর রসুল কি করে নারী জাগরণ ঘটিয়েছিলেন।
রসুল নবুয়্যতের ২৩ বছরে আরবে ইসলাম প্রতিষ্ঠা করেছেন। রসুল চলে যাওয়ার পর সাহাবীগণ সংগ্রাম করে অর্ধ দুনিয়ায় দীন প্রতিষ্ঠা করলেন। ওই সময়ের মধ্যে কিন্তু বর্তমান প্রচলিত ইসলামের মত হাজারো তরিকা, এত এত কিতাব-তফসীর, হাদীস এতকিছু ছিল না। রসুল এবং সাহাবীগণ চলে যাওয়ার পর থেকেই মূলত ইসলামের বিকৃতি হওয়া শুরু। একদিকে সুলতানরা ছিলেন ভোগবিলাসে মত্ত, অন্যদিকে তাদের আলেম-পণ্ডিত শ্রেণী সংগ্রাম ত্যাগ করে দীনের প্রতিটা বিষয় নিয়ে অহেতুক ব্যখ্যা বিশ্লেষণ করে হাজারো মতভেদ সৃষ্টি করলো। অর্থাৎ দীন নিয়ে বাড়াবাড়ি করলো, যার একটি হচ্ছে নারী। বিভিন্ন ফতোয়া বানিয়ে তারা নারীদের ঘরবন্দী করে জাতির বোঝায় পরিনত করলো। অথচ আল্লাহর রসুল আরবের আইয়্যামে জাহেলিয়াত, যেখানে নারীদের কোন সম্মান ছিল না, জীবন্ত কবর দেয়া হত, তাদেরকে ঐক্যবদ্ধ করলেন। সামাজিক সকল কাজে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতেন। যেমন- সালাহ, মিটিং, আলোচনা, বাজার পরিচালনা ইত্যাদি। তাদেরকে তলোয়ার চালনা করা, বল্লম চালানো, ঘোড়া চালানো শেখালেন। যোদ্ধা বানালেন, নিয়ে গেলেন যুদ্ধের ময়দানে। এগুলো ইসলামের জলন্ত ইতিহাস। কাজেই আমরা হেযবুত তওহীদ প্রকৃত ইসলামকেই অনুসরণ করছি।
To know why we meet up men and women together in a conference or occasion, there must be a clean idea about the real Islam. Have to see how the messenger of Allah had awakened the women.
The messenger has established Islam within 23 years of his prophethood. After the departure of messenger, the companions established Islam in half of the world already. However, during that time, there were not thousands of groups like religious or ethnic etc, a lot of scripture-tafsir, nor was the bundle of hadith. Just after the departure of messenger and the companions it was started the distort of Islam basically. On the one hand, the sultans were busy about their luxurious life and on the other hand their scholars class had created a lot of disagreements by unnecessary analysis and interpretation of every subjects of Islam. That means they went excess against Islam, one of those is about woman. By making many false hadith, they kept them house captive and converted them into a ineffective part nation. However, the messenger of Allah united those women who had no respect in their society, they were buried alive, thats called `dark era’ of Arabia. The messenger ensured their participation in all activities on society such that salah, meeting, discussion, marketing management etc. He taught them to move sword, to operate lance, how to ride horse and took away them in the battlefield. These are the living history of Islam. Therefore, we, Hezut Tawheed are following the real Islam of Allah and his messenger.
Hossain Mohammad Salim, leader of Hezbut Tawheed which is a non political movement and organization. Moreover, He has direct and indirect affiliations with the Daily Bajroshakti, Online TV channel Jatiya TV and these FB Pages- facebook/emamht, facebook/yildirimmedia, facebook/dailybajroshakti, facebook/jatiyatv, facebook/systempaltai, facebook/htiwot. He is also a writer, orator, social activist, scholar and popular face in Bangladesh.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
যে সভ্যতা নারীকে পণ্য বানিয়েছে, সে সভ্যতা নারীর মুক্তি দিতে পারবে না।
একটি সমাজের অর্ধেক জনশক্তিই হচ্ছে নারী। সেই অর্ধেক জনশক্তিকে বাদ দিয়ে একটি জাতি কখনোই প্রগতিশীল হতে পারে না। অথচ আমাদের সমাজে আজও নারীদেরক...
-
অনেকেই এ প্রশ্ন করেন যে, হেযবুত তওহীদের মতো গতিশীল একটি আন্দোলন পরিচালনার জন্য অবশ্যই অনেক অর্থ ব্যয় হয় কিন্তু তারা তো দৃশ্যত কারো কাছ থে...
-
একটি সমাজের অর্ধেক জনশক্তিই হচ্ছে নারী। সেই অর্ধেক জনশক্তিকে বাদ দিয়ে একটি জাতি কখনোই প্রগতিশীল হতে পারে না। অথচ আমাদের সমাজে আজও নারীদেরক...
-
বাংলাদেশে গত কয়েক দশক ধরে পারিবারিক দ্বন্দ, সামাজিক দ্বন্দের কারনে প্রায় ৫০ হাজারেরও বেশী অপরাধ সংঘটিত হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে এ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন