শনিবার, ১০ আগস্ট, ২০১৯

সব মাহফিলে আপনি একই কথা বলেন কেনো? । Why do you repeat the same statement in every program?

আল্লাহর রসুল (স.) এর সমগ্র নবুয়তি জীবন ২৩ বছরের। এই ২৩ বছরের মধ্যে ১৩ বছরই উনি মক্কায় কাটিয়েছেন এবং শুধু কলেমার কথাই বলেছেন। তওহীদ এতই গুরুত্বপূর্ণ যে এর কথা বারবার বলতেই হবে। মানুষ ভাবছেন, “আমার তো ঈমান আছে, আমি তো মুসলমান। আমি তো আল্লাহ বিশ্বাস করি, রসুলকে বিশ্বাস করি। নামাজ-রোজা সকল ইবাদত করি।” আমাদের সমাজে এই ধারণাও প্রচলিত রয়েছে যে আল্লাহকে বিশ্বাস করলেই জান্নাত। কিন্তু না, ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ এটা একটা অঙ্গিকার। এই অঙ্গিকারের গুরুত্ব বোঝানোর জন্য বারবার তওহীদের কথা বলতেই হবে। Muhammad (Sm.) get 23 years to preach the `truth’ (Islam). During these 23 years he (Sm.) spent his 13 years at Makkah and tell people only about `tawheed’. `Tawheed’ is so much important and so we have to tell about this matter again and again. People think, “We have `faith’ (Iman) in Allah, we are Muslims. We also believe in Rasul (S.) and also we do our prayers (Salah, Siam etc.) more or less.” In our society a pre concept notion is established that if you have believe in Allah you will go to Jannah but it is not truth. `Tawheed’ (la Ilaha Illallah which means `Except Allah we do not obey anyone or anything’) is a contract with Allah and so for giving a comprehensive knowledge about it we have to say it repeatedly.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

যে সভ্যতা নারীকে পণ্য বানিয়েছে, সে সভ্যতা নারীর মুক্তি দিতে পারবে না।

একটি সমাজের অর্ধেক জনশক্তিই হচ্ছে নারী। সেই অর্ধেক জনশক্তিকে বাদ দিয়ে একটি জাতি কখনোই প্রগতিশীল হতে পারে না। অথচ আমাদের সমাজে আজও নারীদেরক...