আমরা যখন দ্বীনের কাজের বিনিময় গ্রহণ করার বিরুদ্ধে আল্লাহ ও তার রসুলের পরিষ্কার ঘোষণা মানুষের সামনে তুলে ধরি, তখন ধর্মব্যবসায়ী শ্রেণি মানুষকে এ কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করে যে, আবু বকর (রা.) নাকি নামাজ পড়িয়ে অর্থ নিতেন। তাদের একজনকে কিছুদিন আগে বলতে শুনলাম, “রসুলের সাহাবীরা যদি ধর্মের কাজ করে বিনিময় গ্রহণ করে জাহান্নামে যান, তাহলে আমরাও জাহান্নামে যেতে প্রস্তুত আছি।” কি সাংঘাতিক! তারা তাদের অন্যায়ের বৈধতা দিতে গিয়ে রসুলের সাহাবীদেরকেও জাহান্নামীর পর্যায়ভুক্ত করতে কুণ্ঠিত হয় না।
...
হেযবুত তওহীদের নতুন মোজাহেদ-মোজাহেদাদের নিয়ে আয়োজিত একটি ঘরোয়া “আকীদা সহীহ” মিটিংয়ে সম্প্রতিক নতুন এক মোজাহেদ এই প্রশ্নটাই করেছিলেন। তাঁর প্রশ্ন ছিল, আবু বকর (রা.) যদি নামাজ পড়িয়ে বিনিময় নিতে পারেন তাহলে মসজিদের ঈমাম সাহেবরা কেন নিতে পারবেন না? তাঁর এই প্রশ্নের উত্তর আমি দিয়েছিলাম। কিভাবে রাষ্ট্রীয় সর্বোচ্চ দায়িত্ব পালনকারী একজন মানুষের রাষ্ট্রীয় কাজের ভাতাকে “ইমামতি করে টাকা নেওয়া” বলে মিথ্যা দাবি করা হয়, তা পরিষ্কারভাবে তুলে ধরেছিলাম সেখানে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইলো। আশা করি এই ভিডিওটি দেখার পর কারো মনে এ ব্যাপারে বিভ্রান্তি থাকবে না। সবচেয়ে বড় কথা, ধর্মব্যবসায়ীরা তাদের অন্যায়কে বৈধ করার জন্য কিভাবে রসুলের নিজ হাতে গড়া জাতির শ্রেষ্ঠ মানুষদের গায়ে কালিমা লেপন করছে, তা আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাবে।
Recently in a indoor meeting, one of the members of Hezbut Tawheed asked about this matter. He wanted to know that if Rasul’s Ashab (companion) Abu Bakr (Ra.) could take money by leading the congregation in prayers then what’s wrong with our Imams? The honorable Emam of Hezbut Tawheed give a reply about this and discuss about this topic. The Honorable Emam clear the fact how those religion mongers used Abu Bakar’s (Ra.) ‘state allowance’ and claimed it as his ‘exchange of religion works’. Watch the full video and you will be cleared.
When we are presenting the truth in front of people that Allah has forbade to take any kind of exchange by doing religious works, the religion mongers often said that, "Abu Bakr (Ra.) also took exchange after leading the congregation in prayers."
.
Even one of them said that, "If Rasul’s (pbuh) companions went to the Jahannam (hell) by doing any works we will follow them." How terrible! To establish their false interpretation as truth they are taking Rasul’s companions into the Jahannam.
.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন