সমস্ত সাহাবীদের মধ্যে অনেকেই পূর্ণাঙ্গ কোরআন দেখেনি। আল্লাহর রসুল (সা.), আবু বকর (রা.), উমর (রা.), চলে যাওয়ার পর হযরত উসমান (রা.) এর সময় কোরআন সংকলন করা হয়েছে। অর্ধ পৃথিবী ইসলামের ছায়াতলে আসার পর বিভিন্ন জায়গায় বিচারকার্যে ও আল্লাহর হুকুম প্রয়োগের ক্ষেত্রে ভিন্নতা বা মতভেদ এর প্রবণতা দেখা যায়। তাই আল্লাহর হুকুমগুলোকে একত্রিত করার জন্য হযরত উসমান (রা.) এর নেতৃত্বে কোরআন সংকলন করা হল।
মাত্র চারটি কোরআন চারজন রাষ্ট্রনায়কের কাছে পাঠানো হল। তখন সমগ্র জাতি আল্লাহর হুকুম মেনে চলত। কিন্তু আজকে ঘরে ঘরে কোরআন থাকা সত্ত্বেও আল্লাহর হুকুম কোথাও চলে না। আকিদা ভুলের কারণেই এমনটা হয়েছে। তারা মনে করছে কোরআন মুখস্ত করলেই জান্নাতে চলে যাবে। কোরআন ব্যখা করাটাই তাদের প্রধান কাজ। কিন্তু কোরআন হল আল্লাহর বিধান, এটাকে মানব জীবনে প্রতিষ্ঠা করাই আমাদের প্রধান কাজ।
আমরা প্রধান কাজ বাদ দিয়ে আনুষঙ্গিক কাজ নিয়ে ব্যস্ত। কোরআন আল্লাহর কিতাব তাই এটি পড়বেন, জানবেন। কিন্তু প্রধান কাজ হল এটা মানব জীবনে প্রতিষ্ঠা করা।
Most of the companions of Prophet (pbuh) did not see the whole Holy Quran. The Holy Quran was compiled during the reign of Uthman (Ra.) when Prophet (pbuh), Abu Bakr (Ra.), Umar (Ra.) were no more. Islam was established on half of the world and then they faced many differences to do judgment and other works among all the regions and so under the leadership of Uthman (Ra.) the Quran was compiled.
.
Only four pieces of Holy Quran was sent to the four governors. In that time the whole nation was moving according the rules of Allah and all people obeyed them. At present In every Muslim’s house we have at least one copy of Holy Quran but no one obeyed the rules and regulations of that. This happened due to the lacking of Aqida (comprehensive concept). They think that they will go to heaven by reciting and memorizing the Holy Quran. They also think that their main task is explaining Holy Quran but the main task is to establish the commands of Allah in whole parts of life.
.
Excluding our main task, we are busy in other accessories. As It is the book of Allah you might read it, recite it but that’s not the main task, our main task is establishing it in the every sector of human life throughout the world.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন