সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯

টাকা কোথায় পায়?। How Hezbut Tawheed get money?

অনেকেই এ প্রশ্ন করেন যে, হেযবুত তওহীদের মতো গতিশীল একটি আন্দোলন পরিচালনার জন্য অবশ্যই অনেক অর্থ ব্যয় হয় কিন্তু তারা তো দৃশ্যত কারো কাছ থেকে অর্থ গ্রহণ করে না, তাহলে তারা এই অর্থ পায় কোথা থেকে? অনেকে বলে হেযবুত তওহীদ ইহুদিদের কাছ থেকে টাকা পায়, কেউ বলে খ্রিষ্টানদের কাছ থেকে টাকা পায় আবার কেউ বলে সরকারের কাছ থেকে টাকা পায়। আসলে তারা টাকা পায় কোথায়? রাজধানীর লালবাগে অনুষ্ঠিত জনসভায় এই প্রশ্নেরই জবাব প্রদান করে হেযবুত তওহীদের মাননীয় এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। যাদের মনে এই প্রশ্নগুলো ঘুরপাক খায়, দয়া করে তারা অন্য কারো বক্তব্য দ্বারা প্রভাবিত না হয়ে হেযবুত তওহীদের মাননীয় এমামের মুখেই প্রকৃত সত্য জানবেন।
Many people asked that a movement needs a lots of money to do their activities but we never see Hezbut Tawheed to take a single penny from us. This is natural that the question arise from curiosity that from where we get such a huge amount to run a movement? Though some says that they got money from Jews and Christian sects but we should know what actually the truth is?’
.
The Honorable leader of Hezbut Tawheed, Hossain Mohammad Salim; said about this topic at a conference in Lalbag. Those who has the same question must watch this video. If you have any quarry about us then ask us, do not divert to the false path by hearing propaganda.

1 টি মন্তব্য:

যে সভ্যতা নারীকে পণ্য বানিয়েছে, সে সভ্যতা নারীর মুক্তি দিতে পারবে না।

একটি সমাজের অর্ধেক জনশক্তিই হচ্ছে নারী। সেই অর্ধেক জনশক্তিকে বাদ দিয়ে একটি জাতি কখনোই প্রগতিশীল হতে পারে না। অথচ আমাদের সমাজে আজও নারীদেরক...