ফেসবুকে একজন জানতে চেয়েছেন যে, ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারা জায়েজ হবে নাকি নাজায়েজ হবে। যেহেতু ব্যাটের আঘাতে আগুনের স্ফূলিঙ্গ সৃষ্টি হয়ে মশা মারা যায়। জববে অন্য একজন একটা হাদিস উল্লেখ করেছেন যেখানে রসূল বলেছেন, আল্লাহ ব্যতীত আর কারো অধিকার নেই আগুন দিয়ে শাস্তি দেয়ার।
অথচ আমরা হেযবুত তওহীদ সারা দেশব্যপী জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, ধর্মব্যবসার বিরুদ্ধে কথা বলার কারণে আমাদের দুইজন ভাইকে জবাই করে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়েছে, হেযবুত তওহীদের মাননীয় এমামের বাড়ি জ্বালিয়ে দেয়া হয়েছে, প্রতিনিয়ত হত্যা-জ্বালিয়ে দেয়ার হুমকি দেয়া হচ্ছে, দেশের বহু মানুষকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেয়া হয়েছে। এগুলো কোন ফতোয়ায় আছে? যারা পুরো মানুষকেই পুড়িয়ে ফেলে তারা আবার মশা মারার ফতোয়া খুঁজে! একদিন এর জবাব দিতে হবে।
A Facebook user have wanted to know whether it is allowed to kill mosquitoes by the electric bat, as mosquitoes died duo to the spark of fire. Another one replied him mentioning a hadith where Rasul said, none other than Allah has right to punish by fire.
However, we, the Hezbut Tawheed is talking against terrorism, communism, religion mongering. For the reason, our two brother were killed and burned brutally, the house of honorable emam of Hezbut Tawheed had been burned too, everyday we are getting threats to burn, many people of our country were burned by petrol. Is there any fatwas about these? Those who can burn a people, then how they find fatwas to kill mosquitoes! One day they have to give response of this work.
Hossain Mohammad Salim, leader of Hezbut Tawheed which is a non political movement and organization. Moreover, He has direct and indirect affiliations with the Daily Bajroshakti, Online TV channel Jatiya TV and these FB Pages- facebook/emamht, facebook/yildirimmedia, facebook/dailybajroshakti, facebook/jatiyatv, facebook/systempaltai, facebook/htiwot. He is also a writer, orator, social activist, scholar and popular face in Bangladesh.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
যে সভ্যতা নারীকে পণ্য বানিয়েছে, সে সভ্যতা নারীর মুক্তি দিতে পারবে না।
একটি সমাজের অর্ধেক জনশক্তিই হচ্ছে নারী। সেই অর্ধেক জনশক্তিকে বাদ দিয়ে একটি জাতি কখনোই প্রগতিশীল হতে পারে না। অথচ আমাদের সমাজে আজও নারীদেরক...
-
অনেকেই এ প্রশ্ন করেন যে, হেযবুত তওহীদের মতো গতিশীল একটি আন্দোলন পরিচালনার জন্য অবশ্যই অনেক অর্থ ব্যয় হয় কিন্তু তারা তো দৃশ্যত কারো কাছ থে...
-
একটি সমাজের অর্ধেক জনশক্তিই হচ্ছে নারী। সেই অর্ধেক জনশক্তিকে বাদ দিয়ে একটি জাতি কখনোই প্রগতিশীল হতে পারে না। অথচ আমাদের সমাজে আজও নারীদেরক...
-
বাংলাদেশে গত কয়েক দশক ধরে পারিবারিক দ্বন্দ, সামাজিক দ্বন্দের কারনে প্রায় ৫০ হাজারেরও বেশী অপরাধ সংঘটিত হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে এ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন