একটি সমাজ যখন স্থবির হয়ে যায়, মানুষ যখন শক্তিমানের অন্যায়ের কাছে আত্মসমর্পণ করে, দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা চলে, মানুষ যখন মুক্তভাবে কথা বলতে পারে না, চিন্তা করতে পারে না, পদে পদে তাদেরকে অহেতুক বিধি-নিষেধের বেড়াজাল ও ধর্মান্ধদের ফতোয়াবাজিসহ নানাবিধ ভয়-ভীতির দ্বারা বাধাগ্রস্ত করা হয়, তাদের জীবনের যখন কোনো নিরাপত্তা থাকে না, সুস্থ সংস্কৃতি লালনের সুযোগ থাকে না, কোনো বোধ বা বিশ্বাসকে ধারণ করার অধিকার থাকে না, সমাজ যখন মাকড়শার জালে আটক পতঙ্গের মত ধর্মান্ধতার অচলায়তনে বাঁধা পড়ে মুক্তির জন্য ত্রাহিস্বরে চিৎকার করতে থাকে, তখন মানুষের সমস্ত প্রগতি, সমৃদ্ধি আর সভ্যতার বিকাশের পথ রুদ্ধ হয়ে পড়ে।
আর এই পরিস্থিতিতে একদল চিন্তাশীল ও আলোকপ্রাপ্ত মানুষকে এগিয়ে আসতে হয় ঐসব বাধার প্রাচীর ভেঙে মানুষের সামনে সমস্ত দুনিয়াকে উন্মুক্ত করে দেয়ার জন্য, অন্ধত্ব আর কূপমণ্ডূকতার মস্তকে প্রচণ্ড আঘাতের মধ্য দিয়ে চিন্তাশীলতা, মননশীলতা আর প্রগতির পথে মানুষের অগ্রযাত্রাকে সুগম করার জন্য। একেই বলে রেনেসাঁ, একেই বলে নবজাগরণ। তেমন একটি রেনেসাঁর সময় এখন আমাদের দরজায় কড়া নাড়ছে। কেউ সাড়া দেবে কি?
When a society becomes stagnant, when the people surrender to injustice, when the weak are being oppressed, the deprivation of rich are being continued over the poor, when the people unable to talk with freedom, cannot think with freedom, in every step of life they are bounded by many rules, prohibitions and fatwas derived from fanatics, when there is no security of their life, no chance to practice healthy culture, no right to hold others believe or ideology, when the society appears like an insect in the net of spider and desperately want to get rid of from this fanaticism and unprogressive condition, then all the way of development, progress, prosperity and civilization of people has braked.
Now in this situation, a group of thoughtful and enlightened people have to come forward to destroy the barrier of fanaticism and open the world to the mankind. It is called renaissance.
Hossain Mohammad Salim, leader of Hezbut Tawheed which is a non political movement and organization. Moreover, He has direct and indirect affiliations with the Daily Bajroshakti, Online TV channel Jatiya TV and these FB Pages- facebook/emamht, facebook/yildirimmedia, facebook/dailybajroshakti, facebook/jatiyatv, facebook/systempaltai, facebook/htiwot. He is also a writer, orator, social activist, scholar and popular face in Bangladesh.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
যে সভ্যতা নারীকে পণ্য বানিয়েছে, সে সভ্যতা নারীর মুক্তি দিতে পারবে না।
একটি সমাজের অর্ধেক জনশক্তিই হচ্ছে নারী। সেই অর্ধেক জনশক্তিকে বাদ দিয়ে একটি জাতি কখনোই প্রগতিশীল হতে পারে না। অথচ আমাদের সমাজে আজও নারীদেরক...
-
অনেকেই এ প্রশ্ন করেন যে, হেযবুত তওহীদের মতো গতিশীল একটি আন্দোলন পরিচালনার জন্য অবশ্যই অনেক অর্থ ব্যয় হয় কিন্তু তারা তো দৃশ্যত কারো কাছ থে...
-
একটি সমাজের অর্ধেক জনশক্তিই হচ্ছে নারী। সেই অর্ধেক জনশক্তিকে বাদ দিয়ে একটি জাতি কখনোই প্রগতিশীল হতে পারে না। অথচ আমাদের সমাজে আজও নারীদেরক...
-
বাংলাদেশে গত কয়েক দশক ধরে পারিবারিক দ্বন্দ, সামাজিক দ্বন্দের কারনে প্রায় ৫০ হাজারেরও বেশী অপরাধ সংঘটিত হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে এ...
অসাধারণ কথা,,এ তো কোনো মহাসত্যের বানী
উত্তরমুছুন