সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯

কিশোরগঞ্জে হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচারের জবাব। Response to propagandas against Hezbut Tawheed.

কিশোরগঞ্জে একটি ওয়াজ মাহফিলে এক ধর্মব্যবসায়ী আলেম হেযবুত তওহীদ সম্পর্কে নানা মিথ্যাচার করেন এবং সেই মিথ্যাচারগুলি একটি হ্যান্ডবিলের মাধ্যমে মানুষের মাঝে প্রচারও করেন। তিনি সেখানে হেযবুত তওহীদের বিরুদ্ধে অনেকগুলো মিথ্যা অভিযোগ করেন। যেমন আমরা নাকি বলেছি রসুল (স.) রিসালতের দায়িত্ব পালন করতে পারেন নি (নাউযুবিল্লাহ), তাঁকে নাকি রহমাতাল্লিল আলামিন বলা যাবে না, সাহাবায়ে কেরামরা জেহাদ ছেড়ে দিয়ে নাকি চরম ভুল করেছেন! মানুষ এদের ওয়াজে যায় সওয়াবের আশায়, আল্লাহকে পাওয়ার আশায়। অথচ এরা হেযবুত তওহীদের নামে এসব মিথ্যাচার করে জাতিকে বিভ্রান্ত করছে, আমাদের সম্পর্কে ভুল বার্তা দিচ্ছে। আমাদের লেখা সম্পূর্ণ বই থেকে দুটি লাইন তুলে এনে বারবার সেটাকেই চালিয়ে দিলে মানুষ কি করে সঠিকটা বুঝবে? এরা মানুষের ধর্মীয় আবেগের সুযোগ নিয়ে সেটাই করে যাচ্ছে। In a waz arranged at Kishoreganj, a religion monger have proclaimed many propaganda against Hezbut Tawheed and he spread those through a handbill. There he made many false accusations against Hezbut Tawheeed. Such as, we have said that the messenger (pbuh) did not complete his responsibility of prophet hood! He (the Rasul) could not be called `Rahmatellil Al-amin’, the companions made a great mistake by leaving jihad! The people goes to these programs to get some award, to get Allah. However, they are misguiding the society by making these lies in the name of Hezbut Tawheed, spreading wrong message about us. How can the people will understand the real message when they tell just a fragment from the whole book and highlight that again again instead of telling the full concept? They are doing the same thing by taking chance from religious sentiment of the people.

1 টি মন্তব্য:

  1. এদের এমন মিথ্যা আস্ফালন কখনই জাতির জন্য কল্যাণকর নয়। এইরুপ মিথ্যাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি।

    উত্তরমুছুন

যে সভ্যতা নারীকে পণ্য বানিয়েছে, সে সভ্যতা নারীর মুক্তি দিতে পারবে না।

একটি সমাজের অর্ধেক জনশক্তিই হচ্ছে নারী। সেই অর্ধেক জনশক্তিকে বাদ দিয়ে একটি জাতি কখনোই প্রগতিশীল হতে পারে না। অথচ আমাদের সমাজে আজও নারীদেরক...